বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় ফের নয়া মোড়। এবার অভিনেতার দিদি প্রিয়াঙ্কা সিংয়ের (priyanka singh) বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে পুলিসে মামলা দায়ের করলেন রিয়া চক্রবর্তী (rhea chakraborty)।
সুশান্তকে ‘ভুয়ো প্রেসক্রিপশন’ দিয়েছিলেন দিদি প্রিয়াঙ্কা সিং। এই মর্মে প্রিয়াঙ্কা, রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক তরুন কুমার ও আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মুম্বই পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন রিয়া। অভিযোগে তিনি দাবি করেছেন এরাই সুশান্তের জন্য ভুয়ো প্রেসক্রিপশন এনে দিতেন। ওই ভুয়ো প্রেসক্রিপশন পাওয়ার ৫ দিনের মধ্যেই সুশান্তের মৃত্যু হয় বলে দাবি করেন রিয়া।
৮ জুন সুশান্ত ও তাঁর দিদি প্রিয়াঙ্কার হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করেন রিয়া। ওইদিনই সুশান্তকে ছেড়ে চলে আসেন তিনি। ওই চ্যাট থেকে জানা যায় সারা সপ্তাহ জুড়ে সুশান্তকে নানা সাইকোট্রপিক ড্রাগ নিতে বাধ্য করেন দিদি প্রিয়াঙ্কা।
#RheaChakraborty files complaint before Mumbai Police requesting that an FIR be registered against Priyanka Singh (Sushant's sister), Dr Tarun Kumar (from RML Hospital, Delhi) and others under IPC, Narcotic Drugs and Psychotropic Substances Act & Telemedicine Practice Guidelines.
— ANI (@ANI) September 7, 2020
পরপর দুদিন সুশান্ত মামলায় মাদক যোগে অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে জেরা করছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। রবিবারের ৬ ঘন্টা জেরায় জানা যায়, মাদক আনার কথা স্বীকার করে নিয়েছেন রিয়া। কিন্তু সেই মাদক কার জন্য আনা হত তা বলেননি তিনি। আজ ফের NCBর জেরার মুখে পড়েছেন রিয়া।
Rhea Chakraborty's complaint states that Priyanka had sent Sushant a prescription by Dr Tarun Kumar and he "appears to have prescribed medication controlled under Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985 to Sushant without any consultation as mandated by law."
— ANI (@ANI) September 7, 2020
শোনা যাচ্ছে, অন্যান্য অভিযুক্ত রিয়ার ভাই শৌভিক, অভিনেতার হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্তের সঙ্গে সামনাসামনি বসিয়ে জেরা করা হবে রিয়াকে। আজকের জেরায় বলিউডের কয়েকজন প্রথম সারির তারকার নামও মাদক যোগে রিয়া উল্লেখ করেছেন বলে জানা গিয়েছে। তবে সেই তারকাদের নাম প্রকাশ করা হয়নি।
Rhea Chakraborty's complaint further states that the "drugs prescribed by the doctor (Dr Tarun Kumar) were prohibited from being prescribed electronically under the Telemedicine Practice Guidelines, 2020."
— ANI (@ANI) September 7, 2020
অপরদিকে ছেলে শৌভিকের গ্রেফতারির পর অবশেষে মুখ খুলেছেন রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী। তিনি বলেন, ‘ভারতবাসীকে শুভেচ্ছা। আমার ছেলেকে গ্রেফতার করিয়েছেন আপনারা। আমি নিশ্চিত পরের পালা আমার মেয়ের। একটা মধ্যবিত্ত পরিবারকে ধ্বংস করে দিতে আপনারা সক্ষম হয়েছেন। অবশ্যই বিচারের খাতিরে এসবই ন্যায়সঙ্গত।’