সোশ‍্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে বাস্তব জীবনে মন দিন, পরামর্শ দিলেন রিয়া চক্রবর্তী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের অকালমৃত‍্যুতে শনি নেমে এসেছিল প্রেমিকা রিয়া চক্রবর্তীর (rhea chakraborty) জীবনে। তাঁকেই সুশান্তের ‘খুনি’ বলে এক রকম দেগে দেওয়া হয়েছিল। রিয়ার গ্রেফতারির আগে তাঁকে ঘিরে ধরা ক‍্যামেরার ঝলকানি দেখে শিউরে উঠেছিলেন অনেকেই। এমনকি রিয়াকে জড়িয়ে বাঙালি মেয়েদেরও ‘ডাইনি’, ‘গোল্ডডিগার’এর মতো তকমা দেওয়া হয়েছিল।

কেটে গিয়েছে এক বছর। কয়েক মাস জেল খেটে ছাড়া পেয়েছেন রিয়াও। না পাওয়া গিয়েছে তাঁর বিরুদ্ধে কোনো প্রমাণ, না হয়েছে সুশান্ত মৃত‍্যু রহস‍্যের কোনো কিনারা। ধীরে ধীরে ছন্দে ফিরছেন রিয়া। রাস্তাঘাটে আরো বেশি করে দেখা যাচ্ছে তাঁকে। ইন্ডাস্ট্রির সতীর্থদের পার্টি অনুষ্ঠানেও চোখে পড়ছে রিয়ার উপস্থিতি।


সাহস যুগিয়ে ফিরেছেন সোশ‍্যাল মিডিয়াতেও। আগের মতো ঘন ঘন সক্রিয় না হলেও মাঝে মধ‍্যেই পছন্দসই ছবি বা বার্তা শেয়ার করেন রিয়া। নিজের উপর দিয়ে ঝড়টা যাওয়ার পর বাস্তব জগৎকে যেন চিনতে শিখছেন তিনি। তাঁর সামাজিক মাধ‍্যমে বার্তাগুলি দেখে সেটাই স্পষ্ট হয়। সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় যথাসম্ভব কম সময় দেওয়ার পরামর্শ দিলেন তিনি নেটিজেনদের।

নিজের ইনস্টা স্টোরিতে রিয়া লেখেন, ‘সোশ‍্যাল মিডিয়ায় কারণ ছাড়াই ক্রমাগত স্ক্রোলিং বাস্তব জীবন থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দেয়। এতে জীবনটাই হতাশাপূর্ণ ও নীরস মনে হয়। নিজের জীবনটা উপভোগ করুন। সেটা এখানে নেই, নিজের চারপাশ থেকে জীবনের অর্থ খুঁজে নিয়ে সেটা উপভোগ করুন।’


সদ‍্য মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, রিয়া চক্রবর্তী অভিনীত ‘চেহরে’। গত বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু সে সময় রিয়ার সঙ্গে জড়িত পরিস্থিতির কথা চিন্তা করেই ছবিটি তখন রিলিজ করেননি নির্মাতারা। অনেকেই রিয়ার জন‍্য সে সময় চেহরে বয়কটের ডাকও দিয়েছিলেন।

তবে এখন পরিস্থিতি একেবারেই অন‍্য রকম। একাংশ এখনো রিয়াকে কটাক্ষ শানালেও বেশিরভাগই থিতিয়ে গিয়েছে। সুযোগ বুঝে গত ২৭ অগাস্ট মুক্তিও পেয়ে গিয়েছে চেহরে। দর্শকদের থেকে পাওয়া যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। তবে সম্প্রতি ইমরান হাশমি জানান রিয়ার সঙ্গে কাজ করে বেশ ভাল লেগেছে তাঁর।

সম্পর্কিত খবর

X