রিয়ার আইনজীবী বললেন, একজন ড্রাগ অ্যাডিক্টকে ভালোবাসাই রিয়ার কাল হয়ে দাঁড়ালো

বাংলা হান্ট ডেস্কঃ বলিউডের অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর মামলায় ড্রাগস কানেকশন নিয়ে তদন্ত করা NCB মঙ্গলবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে (Rhea Chakaraborty) গ্রেফতার করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রিয়াকে এবার মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। রিয়ার‍্য গ্রেফতারির পর ওনার আইনজীবী সতিশ মানশিন্ডে  বয়ান জারি করে বলেন, এক মহিলাকে এতগুলো এজেন্সি মিলে বিরক্ত করছে, ওঁর দোষ একটাই ছিল আর সেটা হল সে একজন ড্রাগ অ্যাডিক্টেড মানুষকে ভালোবেসে ছিল যে আবার মানসিক অবসাদেও ভুগছিল।

রিয়া চক্রবর্তীর আইনজীবী সতিশ মাহশিন্ডে নিজের বয়ানে রয়ার গ্রেফতারিকে ‘নকল ন্যায়” বলে আখ্যা দেন। উনি নিজের বয়ানে বলেন, তিনটি কেন্দ্রীয় এজেন্সি মিলে এক মহিলাকে বিরক্ত করছে, আর তাঁর প্রধান কারণ হল সে একজন ড্রাগ অ্যাডিক্টেড মানুষকে ভালোবেসে ছিল। এমনকি সে মানসিক অবসাদেও ভুগছিল আর কয়েক বছর ধরে সে পাঁচটি বড় মন রোগ বিশেষজ্ঞদের কাছে নিজের চিকিৎসা করাচ্ছিল। সে ড্রাগ আর অবৈধ ওষুধ খাওয়ার কারণে আত্মহত্যা করেছিল।”

জানিয়ে দিই, তিনদিন ধরে লাগাতার জিজ্ঞাসাবাদ করার পর কয়েক ঘণ্টা আগেই রিয়াকে গ্রেফতার করেছে NCB। লাগাতার জিজ্ঞাসাবাদের পরেও অনেক প্রশ্নের উত্তর দিচ্ছিল না রিয়া। আর সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। এবার তাঁর মেডিক্যাল টেস্টও করানো হবে।

জানিয়ে দিই, অভিনেত্রী রিয়া চক্রবর্তী লাগাতার তৃতীয় দিন অভিনেতা সুশান্ত সিং এর মৃত্যুর মামলায় ড্রাগস কানেকশনের তদন্তে NCB এর সামনে পেশ হন। রিয়া প্রায় সাড়ে ১০ টা নাগাদ গাড়ি করে দক্ষিণ মুম্বাইয়ের NCB কার্যালয়ে পৌঁছায়। ওনার সুরক্ষার জন্য পুলিশের বাহনও ওনার পাশে পাশে চলছিল। উল্লেখনীয়, NCB রিয়াকে রবিবার ছয় ঘণ্টা আর সোমবার আট ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর