সুশান্ত সিং মামলায় মিডিয়ার ঘাড়ে দোষ চাপিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের রিয়া চক্রবর্তীর

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) এর মৃত্যুর মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী (rhea chakraborty) সুপ্রিম কোর্টে (Supreme Court) একটি আবেদন দাখিল করলেন। ওই আবেদনে মিডিয়া ট্রায়াল আর অভিনেতার মৃত্যু নিয়ে ওনাকে দায়ি করার প্রচেষ্টার অভিযোগ করেছেন তিনি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আবেদনে রিয়া এও বলেছেন যে, গত একমাসে সুশান্তের মতো অভিনেতা আশুতোষ ভাকরে আর সমীর শর্মাও সুইসাইড করেছে, কিন্তু এই মামলা গুলো নিয়ে মিডিয়াতে কোন চর্চা নেই।

জানিয়ে দিই, অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে সুইসাইডের জন্য উস্কানোয় অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে ED আর্থিক তছরুপ নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আজ ED রিয়া তাঁর ভাই আর তাঁর বাবাকে জিজ্ঞাসাবাদ চালায়। জানিয়ে দিই, সুশান্ত সিং রাজপুতের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকার তছরুপের মামলায় ইডি রিয়া চক্রবর্তী সমেত ছয়জনের বিরুদ্ধে ৩১ জুলাই মামলা দায়ের করেছিল। সুশান্ত রিয়াকে কয়েক লক্ষ টাকার উপহার দিয়েছিল, আর সেই নিয়েই ইডি জিজ্ঞাসাবাদ চালাবে।

আপাতত রিয়া চক্রবর্তী তাঁর ভাই সৌভিক এবং বাবার সাথে ED-এর দফতরে আছে। ED রিয়াকে নিজের খরচের প্রমাণের জন্য কাগজপত্র চেয়েছে। সুশান্তের প্রাক্তন বিজনেস ম্যানেজার শ্রুতি মোদীও ED এর দফতরে আছে। জানিয়ে দিই, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে সুশান্তের বাবা FIR করেছিলেন আর রিয়া এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। আপাতত এই মামলার তদন্ত সিবিআই এর হাতে।

Koushik Dutta

সম্পর্কিত খবর