সুশান্তের সঙ্গেই প্রেম করছেন, নিজেই জানালেন এই বঙ্গকন্যা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে সুশান্ত সিং রাজপুতকেই ‘বয়ফ্রেন্ড’ বলে স্বীকার করে নিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তাঁদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল বলিপাড়ায়। তবে এই বগষয়ে মুখ খোলেননি কেউই। শেষমেষ রিয়াই স্বীকার করলেন এই সত‍্য। সোশ‍্যাল মিডিয়াতেই নিজেদের সম্পর্কে শীলমোহর লাগালেন তিনি।

 

গত মঙ্গলবার ছিল সুশান্তের জন্মদিন। আর সম্পর্কের ঘোষনা করতে এই বিশেষ দিনটিকেই বেছে নিলেন রিয়া। সুশান্তকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে পোস্ট করেন অভিনেত্রী। নিজেদের দুটি ছবিও শেয়ার করেন তিনি। ক‍্যাপশনে লেখেন,  “শুভ জন্মদিন সবথেকে সুন্দর ‘সুপারম‍্যাসিভ ব্ল‍্যাকহোল’। আরও উজ্জ্বল হয়ে ওঠো”। সঙ্গে হ‍্যাশট‍্যাগ দিয়ে লেখেন,  “বয়উইথগোল্ডেনহার্ট”। উত্তরে সুশান্তও লেখেন,  “অনেক ধন্যবাদ আমার রকস্টার”। পোস্ট করতেই অনুরাগীদের শুভেচ্ছার ঢল নামে। তাঁরা এই সম্পর্কটা মেনে নেওয়াতে সকলেই খুশি।

https://www.instagram.com/p/B7ke6FRnEJl/?utm_source=ig_web_copy_link

প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে জড়িয়েছে সুশান্ত সিং রাজপুতের নাম। তার মধ্যে রয়েছেন কৃতি শানন ও সারা আলি খানও। প্রথম প্রেমিকা অঙ্কিতা লোখন্ডওয়ালার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর শোনা যায় কৃতির সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত। তবে এই প্রসঙ্গে অভিনেত্রী জানান, এমন কোনও সম্পর্কই নেই তাঁদের মধ্যে। সুশান্ত শুধুই ভাল বন্ধু তাঁর। অপরদিকে সারার সঙ্গে ‘কেদারনাথ’ ছবিটি করার সময়ও গুঞ্জন ওঠে সম্পর্কে জড়িয়েছেন তাঁরা।

https://www.instagram.com/p/B7RLE_snWv_/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B5C8FsvHTEY/?utm_source=ig_web_copy_link

এরপরেই বাঙালি অভিনেত্রী রিয়ার সঙ্গে দেখা যেতে থাকে তাঁকে। একসঙ্গে রেস্তোরাঁ যাওয়া, বিদেশ ট্রিপও করেছেন সুশান্ত-রিয়া। দক্ষিণী ছবিতে বেশ পরিচিত মুখ রিয়া চক্রবর্তী। বঙ্গকন্যা হলেও তাঁর জন্ম কর্ণাটকে। তবে এখন বলিউডেও ছবি করছেন তিনি।

X