বাংলাহান্ট ডেস্ক: আজ, মঙ্গলবারই গ্রেফতার করা হল রিয়া চক্রবর্তীকে (rhea chakraborty)। রিপোর্ট অনুযায়ী, বিকেল ৪টে নাগাদ মেডিক্যাল টেস্ট করানো হবে রিয়ার। রিপোর্ট অনুযায়ী, এবার অন্য তিন আভিযুক্তের সঙ্গে আদালতে পেশ করা হবে রিয়াকে।
জানা যাচ্ছে, চার অভিযুক্তকে তাদের কাস্টডিতে রাখার জন্য আদালতে আপিল করবে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। তাদের আরও জেরা করা হবে বলে খবর।
Rhea Chakraborty yet to be formally arrested. Paperwork and other formalities are being completed: KPS Malhotra, Deputy Director, Narcotics Control Bureau #Mumbai https://t.co/LEyff4h72W
— ANI (@ANI) September 8, 2020
সুশান্ত সিং রাজপুত মামলায় মাদক যোগে অভিযুক্ত হিসাবে রবিবার থেকে টানা রিয়া চক্রবর্তীকে জেরা চালিয়ে যাচ্ছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। রিয়ার বাড়িতে ইতিমধ্যেই হানা দিয়েছে NCBর তদন্তকারী অফিসারদের একটি টিম। বাজেয়াপ্ত করা হয়েছে রিয়ার ল্যাপটপ।
সেই ল্যাপটপ থেকেই একাধিক সূত্র পাওয়া গিয়েছে বলে খবর। জেরার মুখে রিয়া স্বীকারও করে নিয়েছেন যে ভাই শৌভিক চক্রবর্তীকে দিয়েই মাদক আনাতেন তিনি। তবে সেই মাদক কার জন্য আসত কতটা পরিমাণই বা আনা হত সেই বিষয়ে মুখ খোলেননি রিয়া।
সোমবার জেরায় রিয়া ১৮ জন বলিউড তারকার নাম নিয়েছেন যারা নিয়মিত মাদক সেবন করেন। সেই বলিউড তারকাদের নাম প্রকাশ্যে আনা না হলেও জানা গিয়েছে তাদের উপরেও নজর রেখেছে NCB। মেডিক্যাল টেস্টের জন্য রিয়া চক্রবর্তীর রক্ত, চুল ও নখের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সোমবারের জেরায় আরও এক কাণ্ড ঘটান রিয়া। সুশান্তের দিদি প্রিয়াঙ্কা সিংয়ের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে মুম্বই পুলিসে মামলা দায়ের করেন রিয়া চক্রবর্তী।
সুশান্তকে ‘ভুয়ো প্রেসক্রিপশন’ দিয়েছিলেন দিদি প্রিয়াঙ্কা সিং। এই মর্মে প্রিয়াঙ্কা, রাম মনোহর লোহিয়া হাসপাতালের চিকিৎসক তরুন কুমার ও আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মুম্বই পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন রিয়া। অভিযোগে তিনি দাবি করেন এরাই সুশান্তের জন্য ভুয়ো প্রেসক্রিপশন এনে দিতেন। ওই ভুয়ো প্রেসক্রিপশন পাওয়ার ৫ দিনের মধ্যেই সুশান্তের মৃত্যু হয় বলে দাবি করেন রিয়া।
৮ জুন সুশান্ত ও তাঁর দিদি প্রিয়াঙ্কার হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতেই এই অভিযোগ দায়ের করেন রিয়া। ওইদিনই সুশান্তকে ছেড়ে চলে আসেন তিনি। ওই চ্যাট থেকে জানা যায় সারা সপ্তাহ জুড়ে সুশান্তকে নানা সাইকোট্রপিক ড্রাগ নিতে বাধ্য করেন দিদি প্রিয়াঙ্কা।