প্রথম দিনেই CBI এর এই দশটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ঘাবড়ে গেল রিয়া চক্রবর্তী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শুক্রবার টানা প্রায় দশ ঘন্টা রিয়া চক্রবর্তীকে (rhea chakraborty) জেরা করে সিবিআই (CBI)। এই মামলা সংক্রান্ত কোনও তথ‍্যই এড়িয়ে যাচ্ছে না তারা। সুশান্তের ফ্ল‍্যাট থেকে ৮ জুন কেন চলে আসেন রিয়া, তাঁর চিকিৎসার কথা অভিনেতার পরিবারকে কেন জানানো হয়নি, তাঁদের শেষ ইউরোপ ট‍্যুর এই ধরনের প্রশ্ন রিয়াকে জিজ্ঞাসা করা হয়েছে বলে জানা গিয়েছে। এবার অভিনেত্রীর বয়ানে কোনও অসঙ্গতি রয়েছে কিনা তা খতিয়ে দেখবে সিবিআই।

এদিন মুম্বইয়ের DRDO গেস্ট হাউসে সিবিআইয়ের জেরার সম্মুখীন হন রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তী। সকাল ১১টা বেজে ২০ মিনিটে শুরু হয় জেরা, চলে প্রায় ১০ ঘন্টা পর্যন্ত। জানা গিয়েছে, জেরা শুরুর পর প্রথম দু ঘন্টা রিয়াকে নিজের সপক্ষে যুক্তি দিতে বলেন সিবিআই অফিসার‍রা।


তারপর শুরু হয় তাদের পাল্টা প্রশ্ন। বেশ কিছু প্রশ্নে আটকেও যান রিয়া। মনে করা হচ্ছে খুব শীঘ্রই মাদক ও সুশান্তের মৃত‍্যু সংক্রান্ত বিষয়ে খুলতে চলেছে রিয়ার মুখোশ। জেনে নিন রিয়াকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল সিবিআই-

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রথম দেখা কবে ও কোথায় হয়েছিল?
একে অপরের কাছাকাছি কবে আসেন?
সুশান্তের সঙ্গে লিভ ইন কবে থেকে শুরু করেন?
ইউরোপ যাওয়ার প্ল‍্যান কার ছিল?
ইউরোপ ট্রিপে ভাই শৌভিককে কেন নিয়ে গিয়েছিলেন?
বিদেশে হোটেলে কি হয়েছিল? হোটেঋ ছেড়ে দিয়েছিলেন কেন?
ইউরোপে স্প‍্যানিশ চিত্রকার Francisco Goyaর পেন্টিং দেখে ভয় পেয়ে গিয়েছিলেন সুশান্ত?
সুশান্ত অসুস্থ কবে হন, কোন কোন চিকিৎসক তাঁকে দেখছিলেন?
আপনি কিকরে জানলেন সুশান্ত অবসাদগ্রস্ত?
কোন কোন ওষুধ দেওয়া হত তাঁকে?
৮ জুন সুশান্তের বাড়ি ছেড়ে চলে যান কেন?
আপনি চলে যাওয়ার পর সুশান্তের সঙ্গে বা সুশান্ত আপনার সঙ্গে যোগাযোগ করেছিল?

এছাড়া জানা গিয়েছে, বেশ কয়েকটি বিশেষ তারিখ ও সময়ের ব‍্যাপারেও প্রশ্ন করা হয় রিয়াকে যাতে ঘাবড়ে যান তিনি। অপরদিকে সূত্রের খবয যেকোনো সময় রিয়াকে সমন পাঠাতে পারে নারকোটিক্স কন্ট্রোল ব‍্যুরো। সম্প্রতি প্রকাশ‍্যে এসেছে আরও কিছু নতুন হোয়াটস অ্যাপ চ‍্যাট যেখানে রিয়া, শৌভিক, সিদ্ধার্থ পিঠানি ও স‍্যামুয়েল মিরান্ডাকে মাদক সম্পর্কে আলোচনা করতে দেখা যায়।

সম্পর্কিত খবর

X