ট‍্যালেন্ট ম‍্যানেজমেন্ট এজেন্সিকে দেওয়া সুশান্তের ৬২ লক্ষ টাকার মধ‍্যে ২২ লক্ষ হস্তগত করেন রিয়া!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় রিয়া চক্রবর্তীর (rhea chakraborty) বিরুদ্ধে করা আর্থিক তছরুপের অভিযোগ ক্রমশ ঘোরালো হচ্ছে। ইডির (ED) তদন্তে উঠে আসছে একের পর এক বিষ্ফোরক তথ‍্য। কিন্তু তাতে বিষয়টা পরিস্কার হওয়া তো দূর, বরং আরও জটিল হয়ে উঠছে।
সম্প্রতি ইডির তদন্তে জানা গিয়েছে, মুম্বইয়ে নিজের ট‍্যালেন্ট ম‍্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে অসম ও তামিলনাড়ুর একটি অনুষ্ঠানের জন‍্য আড়াই কোটি টাকার চুক্তি হয়েছিল সুশান্তের। তার মধ‍্যে ৬২ লক্ষ টাকা দিয়ে দিয়েছিলেন অভিনেতা। সেই ৬২ লক্ষ থেকে ২২ লক্ষ টাকা চলে যায় রিয়ার অ্যাকাউন্টে। তদন্তে এমনটাই ইডি জানতে পেরেছে বলে খবর সংবাদ মাধ‍্যম সূত্রে।


তবে ওই ২২ লক্ষ টাকা রিয়ার কাছে কেন গেল তা এখনও জানা যায়নি। আবার আশ্চর্যের বিষয়, সেপ্টেম্বরে সুশান্তের ব‍্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো দখল রিয়ার হাতে চলে এলে ওই ২২ লক্ষ টাকা থেকে ৩ লক্ষ ফেরত যায় এজেন্সির কাছে।
এর আগেই মুম্বইয়ের ওই নামী ট‍্যালেন্ট ম‍্যানেজমেন্ট এজেন্সিকে জিজ্ঞাসাবাদের জন‍্য ডেকে পাঠিয়েছিল ইডি। এবার এই বিষয়ে জেরার জন‍্য রিয়াকে ফের তলব করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, সম্প্রতি সুশান্তের প্রাক্তন ড্রাইভার মুখ খোলেন রিয়ার বিরুদ্ধে। অভিনেতার ড্রাইভার জানান, অভিনেতাকে কার্যত নিয়ন্ত্রণ করতেন রিয়া। শেষ এক বছর ধরে সুশান্তের জীবনের সব সিদ্ধান্তই নিতেন রিয়া। তাঁর কেরিয়ার থেকে শুরু করে আর্থিক লেনদেন পর্যন্ত সবেতেই ছিল রিয়ার নিয়ন্ত্রণ।
এমনকি অভিনেত্রী চাইতেন সুশান্ত তাঁর পরিবারের কাছে থাকুন। তাই কৌশলে তাঁকে দূরে সরিয়ে দিয়েছিলেন নিজের পরিবার থেকে। নিয়ন্ত্রণটা যাতে আরও পোক্ত হয় তার জন‍্য সুশান্তের বাড়ির সব কর্মচারীকেও বদল করে দিয়েছিলেন রিয়াই। তারপর নিজের পছন্দ মতো কর্মচারীদের নিয়োগ করেছিলেন তিনি।

X