প্রতিবন্ধীকে সাহায‍্য না করে ক‍্যামেরার সামনে পোজ দিতে ব‍্যস্ত রিয়া, ‘লজ্জাহীনা’ তকমা নেটিজেনদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত এক বছর দুঃসময়ের মধ‍্যে দিয়ে কাটানোর পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। গত বছরে প্রথমে সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যু ও তারপর মাদক যোগে প্রায় এক মাসের পর জেলে বন্দীদশায় থেকে বলিউডি কেরিয়ার থেকে এক রকম বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তিনি। আপাতত খারাপ সময় ভুলে জীবনটা নতুন করে শুরু করতে চলেছেন রিয়া।

কিন্তু ট্রোল সমালোচনা পিছু ছাড়ছে না অভিনেত্রীর। সম্প্রতি একটি কাজের জন‍্য ফের নেটনাগরিকদের আক্রমণের শিকার হয়েছেন তিনি। নেটমাধ‍্যমে রিয়ার একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। জুহুতে এক সালোঁতে যাওয়ার সময় রিয়াকে ঘিরে ধরে পাপারাৎজি। ঠিক সে সময়েই একজন প্রতিবন্ধী মানুষ কিছু অর্থ সাহায‍্য চান অভিনেত্রীর কাছে। তাকে ‘পরে দেব’ বলে এড়িয়ে গেলেও ক‍্যামেরার সামনে পোজ ঠিকই দেন রিয়া।


এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই রিয়াকে আক্রমণ শুরু করে নেটনাগরিকরা। একজন লিখেছেন, সুশান্তের টাকা সালোঁতে খরচ করছেন। আবার আরেকজনের বক্তব‍্য, প্রতিবন্ধী মানুষটাকে সাহায‍্য না করে ক‍্যামেরার সামনে পোজ দিচ্ছেন রিয়া। লজ্জা শরম হারিয়ে ফেলেছেন।

https://www.instagram.com/p/CSFNi5xjhKb/?utm_medium=copy_link

সম্প্রতি পরিচালক রুমি জাফরির মেয়ের মেহেন্দি অনুষ্ঠানে ভাইরাল হয় রিয়ার ছবি। রিয়া চক্রবর্তী অভিনীত ‘চেহরে’ ছবির পরিচালক রুমি। তাঁর মেয়ে আলফিয়া জাফরি বসছেন বিয়ের পিঁড়িতে। গত রবিবার ছিল আলফিয়ার মেহেন্দি অনুষ্ঠান। শুধুমাত্র ঘনিষ্ঠ জনেদের নিয়েই হয়েছে সেরেমনি। আমন্ত্রিত ছিলেন রিয়া এবং ছবিতে তাঁর সহ অভিনেত্রী ক্রিস্টাল ডিসুজা।


মেহেন্দি সেরেমনির থিম মেনে দুজনেই পরেছিলেন ট্র‍্যাডিশনাল হলুদ পোশাক। হলুদ চিকনকারি কুর্তি ও পালাজো প‍্যান্ট পরেছিলেন রিয়া। সকলের মুখেই ছিল মাস্ক। পাপারাৎজির অনুরোধে আলফিয়াকে মাঝে নিয়ে ক‍্যামেরার জন‍্য পোজ দেন রিয়া ও ক্রিস্টাল। ছবিগুলি ভাইরাল হতেই ক্ষোভ উগরে দেন নেটিজেনরা।

একজন রিয়াকে ‘খুনি’র তকমা দিয়ে লিখেছেন, ‘এই খুনিকে কেন ডেকেছেন বিয়েতে? এ আবার কাউকে টার্গেট করে তাকে মারবে আর সব টাকা লুটে নেবে। একে মহেশ ভাটের কাছে পাঠিয়ে দেওয়া হোক।’ আবার আরেক জনের বক্তব‍্য, একজনকে মেরে তার টাকা লুটে নিয়ে নির্দোষ সেজে ঘুরে বেড়াচ্ছেন রিয়া।

X