‘আমার বুড়ো, তোমাকে ভালবাসি’; মহেশ ভাটের ৭০ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিলেন রিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরেই, ২১ জানুয়ারি সম্পর্কে শীলমোহর পড়ে তাঁদের। সব গুঞ্জন, জল্পনা-কল্পনা সত্যি করে রিয়া চক্রবর্তী (rhea chakraborty) স্বীকার করে নেন সুশান্ত সিং রাজপুতই (sushant singh rajput) তাঁর ‘বয়ফ্রেন্ড’। ২১ জানুয়ারি ছিল সুশান্তের জন্মদিন। এইদিনই সোশ্যাল মিডিয়ায় দুজনের ছবি শেয়ার করে রিয়া স্পষ্ট করে দেন যে, সুশান্তের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন তিনি।
আর এরপরেই তুঙ্গে ওঠে আলোচনা। কে এই রিয়া চক্রবর্তী যার সঙ্গে ডেট করছেন সুশান্ত? তখনই খোঁজ করতে গিয়ে সামনে আসে বেশ কিছু তথ‍্য। মহেশ ভাটের (mahesh bhatt) সঙ্গে যে রিয়ার একটা আলাদা সম্পর্ক রয়েছে তাও স্পষ্ট হয় সেই সময়েই।


বাঙালি হলেও রিয়ার জন্ম বেঙ্গালুরুতে ১৯৯২-এ। পড়াশোনা করেন অম্বালা ক্যান্টনমেন্টের আর্মি পাবলিক স্কুলে। আসলে বাবার কর্মসূত্রে তেমন ভাবে থিতু হতে পারেননি কোথাওই। সারা দেশের বিভিন্ন শহরেই ঘুরে ঘুরে কেটেছে তাঁর। কেরিয়ার শুরু ভিডিও জকি হয়ে। এমটিভির বেশ কিছু শোতে সঞ্চালনা করেছেন তিনি। এরপর ২০১২ সালে পা রাখেন অভিনয় জগতে। তেলুগু ছবি ‘তুনেগা তুনেগা’র মাধ্যমে প্রথম অভিনয়ে হাতেখড়ি হয় রিয়ার। এরপরের বছরেই হিন্দি ছবি ‘মেরে ড্যাড কি মারুতি’ ছবিতে অভিনয় করেন তিনি। এখনও পর্যন্ত মোট আটটি ছবিতে অভিনয় করেছেন তিনি।


এর আগেও পরিচালক মহেশ ভাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। পরিচালকের ৭০ তম জন্মদিনে তাঁর সঙ্গে ঘনিষ্ঠ একটি ছবি পোস্ট করে রিয়া লিখেছিলেন, “শুভ জন্মদিন আমার বুড়ো, মহেশ স্যার। এটাই আমরা। তুমি আমাকে ভালবাসা দিয়েছ, ভালবেসে জড়িয়ে ধরেছ, আমার চিরকালের মতো গুটিয়ে রাখা ডানা খুলে উড়তে শিখিয়েছ। আর কোনও শব্দ আসছে না। তোমায় ভালবাসি।”

https://twitter.com/Mstruthseeker1/status/1273742879417040896?s=19

https://twitter.com/hardykhiladi/status/1273839152912453632?s=19

এই পোস্ট নিয়ে প্রচুর বিতর্কের মুখে পড়তে হয় রিয়াকে। তিনি জানান, মহেশ ভাট তাঁর শিক্ষক, বাবার মতো। কিন্তু তাতেও সমালোচনা বন্ধ হয়নি। রিয়া ও মহেশের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন জলঘোলা করেছিল নেটিজেনরা। পাল্টা রিয়া আরও একটি পোস্ট শেয়ার করেন ইনস্টাতে। ‘যে নিজে যেমন, দুনিয়াটাকেও সে তেমনই দেখে’, এভাবেই ট্রোলের জবাব দিয়েছিলেন রিয়া।

https://www.instagram.com/p/BoBgHOlHX53/?igshid=13c3qz4cwrbru

সুশান্তের মৃত‍্যুর পরেই ফের জলঘোলা শুরু হয়েছে মহেশ ও রিয়ার সম্পর্ক নিয়ে। জানা গিয়েছে, মহেশ ভাট রিয়াকে আগেই বলেছিলেন সুশান্ত একদিন আত্মহত‍্যা করবে। তাই তাঁর সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত। এরপরেই নেটিজেনদের একাংশ কাঠগড়ায় দাঁড় করিয়েছে মহেশ ভাটকে। তিনি আগে থেকে কিকরে অনুমান করলেন সুশান্ত আত্মহত‍্যা করবে, সেই প্রশ্নও উঠছে।

সম্পর্কিত খবর

X