বাংলাহান্ট ডেস্ক: রিয়া চক্রবর্তীই (rhea chakraborty) যে সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় মূল ‘অভিযুক্ত’ বা তিনি যে মাদক চক্রের সঙ্গে জড়িয়ে থাকতে পারেন তা যেন কিছুতেই মানতে পারছে না পুরুলিয়া (purulia)। বাংলার সঙ্গেও জড়িয়ে রয়েছে রিয়ার শিকড়। পুরুলিয়ার বাঘমুন্ডির টুনটুরি গ্রামেই রয়েছে রিয়ার পরিবারের দেশের বাড়ি।
এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, রিয়ার এই আদি বাড়িতে দীর্ঘ ৩২৩ বছর ধরে ছলে আসছে দূর্গাপুজো। সময়ের সঙ্গে সঙ্গে তার জৌলুস ফিকে হলেও এখন পুজোর সময় এই বাড়িকে ঘিরেই উৎসবে মেতে ওঠে গ্রামের মানুষজন।
গ্রামে রীতিমতো সম্মানিত ও পরিচিত পরিবার রিয়াদের। জানা গিয়েছে, অভিনেত্রীর দাদু শিরীষ চক্রবর্তী ছিলেন এই বাড়ির মালিক। গ্রামের উন্নতির জন্য তাঁর যথেষ্ট অবদান রয়েছে। ১৯৬৭ তে গ্রামে একটি স্কুল ও স্বাস্থ্যকেন্দ্র তৈরি করতে ২৮ বিঘা জমি দান করেন। ওই একটিই স্কুল রয়েছে এখনও পর্যন্ত গোটা গ্রামে।
এখন ওই বাড়িতে রিয়ার পরিবারের আর কেউ না থাকলেও স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বীর সিংহ মাহাতো জানান, ২২ বছর আগে বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর সঙ্গে একবার গ্রামে এসেছিলেন রিয়া। সেই শেষ। সেবার গ্রামের মন্দিরে অর্থদান করেছিলেন রিয়ার বাবা। সেই টাকায় তৈরি হয়েছে স্টোর রুম।
বীর সিংহ মাহাতোর কথায়, “এখনও বিশ্বাস করতে পারছি না। গ্রামে ওদের পরিবার বেশ সম্ভ্রান্ত। শিরীষ বাবুর দুই ছেলেই সমাজে প্রতিষ্ঠিত। গ্রামের জন্য ওরা অনেক করেছেন। শিরীষ বাবুর জমিতে তৈরি স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রের উপর এখন গোটা গ্রাম ভরসা করে রয়েছে। আশা করি খুব তাড়াতাড়িই সত্যিটা জানা যাবে।”