‘কী ভেবেছিলেন ভয় পেয়ে পালাব?’ সুশান্তের মৃত্যুর তিন বছর পর স্বমূর্তিতে রিয়া

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের বেশ পরিচিত নাম রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। পেশায় অভিনেত্রী হলেও সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর থেকে আর কোনো ছবিতে দেখা যায়নি তাঁকে। রিয়াকে সুযোগ দেওয়াই বন্ধ করে দিয়েছিলেন পরিচালক প্রযোজকরা। এমনকি দক্ষিণী ইন্ডাস্ট্রিতে গিয়েও কোনো সুরাহা হয়নি তাঁর।

অবশেষে দু বছর ধরে একটানা বেকার বসে থাকার পর অবশেষে ভাগ্যে শিকে ছিঁড়ল রিয়ার। ক্যামেরার সামনে কামব্যাক করতে চলেছেন তিনি। তবে এবারে বড়পর্দায় নয়, টেলিভিশনে দেখা মিলবে রিয়ার। জনপ্রিয় টিভি শো ‘রোডিজ’এ একজন গ্যাং লিডার হিসেবে দেখা মিলবে তাঁর। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করে একথা জানিয়েছেন রিয়া।

rhea chakraborty sushant singh

ভিডিওতে ক্যামেরার দিকে তাকিয়ে তাঁকে বলতে শোনা যায়, ‘কি ভেবেছিলেন আমি ফিরব না? ভয় পেয়ে যাব? এবার অন্য কারোর ভয় পাওয়ার পালা। অডিশনে দেখা হবে’। এরপরেই একটি বার্তার মাধ্যমে দর্শকদের জানানো হয়, একজন গ্যাং লিডার হিসেবে ডেবিউ করতে চলেছেন রিয়া।

২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে মূল অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে রিয়ার। সুশান্তকে মাদক দেওয়া, তাঁর টাকা ছয়লাপ করার অভিযোগ আনা হয় অভিনেত্রীর বিরুদ্ধে। গ্রেফতার হয়ে প্রায় মাস দুয়েক মতো জেলেও কাটিয়েছিলেন রিয়া। বাইরে বেরোনোর পর বেশ কিছুদিন ছিলেন অজ্ঞাতবাসে। কিন্তু সেসব দিন এখন অতীত।

নিন্দুকদের বুড়ো আঙুল দেখিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন রিয়া। সঙ্গে জুটিয়ে নিয়েছেন নতুন প্রেমিকও। সলমন খানের প্রাক্তন বৌদি সীমা সজদেহের ভাই বান্টি সজদেহের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। আর এবারে নতুন কাজও জুটিয়ে ফেললেন রিয়া।

Niranjana Nag

সম্পর্কিত খবর