বাংলাহান্ট ডেস্ক: বিগ বসে থাকছেন না, খোলাখুলি ভাবে জানিয়ে দিলেন রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। অতি সম্প্রতি প্রকাশ্যে এসেছে বিগ বস ১৫ র প্রতিযোগীদের সম্পূর্ণ তালিকা। সেখানে রিয়ার নাম কোথাও দেখা যায়নি। এরপরেই সোশ্যাল মিডিয়ায় নিজে ঘোষনা করে সব জল্পনার অবসান ঘটালেন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে রিয়া লেখেন, ‘টিভি শো বিগ বসে আমার অংশগ্রহণ করা নিয়ে কিছু গুজব ছড়াচ্ছে বলে আমি শুনেছি। আমি এটাই স্পষ্ট করতে চাই যে এসব গুজবের নেপথ্যে কোনো সত্যি নেই। আমি বিগ বসের অংশ নই।’
দিন কয়েক আগে শোনা গিয়েছিল বিগ বসে প্রতিযোগী হতে রাজি হলে সপ্তাহে ৩৫ লক্ষ টাকা পারিশ্রমিক দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে রিয়াকে। অনেকেই ভেবেছিলেন এমন বড় সুযোগ রিয়া আর পাবেন না। বিশেষ করে গত বছর সুশান্ত মামলায় কেরিয়ারে যে ক্ষতিটা তাঁর হয়েছিল এই টাকায় সেটাও সম্পূর্ণ মিটে যেত। কিন্তু বেঁকে বসেন রিয়া।
বিগ বসের ১৫ র লোভনীয় অফার নাকি ফিরিয়ে দিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই একাধিক ছবি ও ওয়েব সিরিজে অভিনয়ের প্রস্তাব রয়েছে তাঁর কাছে। বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রি থেকেই অফার এসেছে তাঁর কাছে। তাই আপাতত সেসব নিয়েই ব্যস্ত থাকবেন রিয়া।
সম্প্রতি মুম্বইয়ের একটি স্টুডিওর বাইরে দেখা মেলে প্রয়াত সুশান্তের প্রাক্তন প্রেমিকার। উল্লেখযোগ্য বিষয়, ওই স্টুডিওতে গিয়েছিলেন তেজস্বী প্রকাশও। বিগ বসের প্রথম নিশ্চিত প্রতিযোগী তিনিই। এমনকি বিগ বস ১৩ র প্রতিযোগী দিলজিৎ করকেও দেখা গিয়েছিল ওই স্টুডিওতে। সব মিলিয়ে বিগ বসে রিয়ার প্রতিযোগী হওয়ার জল্পনাটাই ক্রমে বাড়ছির। নেটিজেনদের একাংশের বক্তব্য, স্টুডিওতে প্রোমো শুটের জন্যই গিয়েছিলেন রিয়া। সেখান থেকেই ওঠে রিয়ার প্রতিযোগী হওয়ার গুঞ্জন।