গ্রেফতার হওয়ার পর রিয়া চক্রবর্তীর প্রথম প্রতিক্রিয়া, মিডিয়াকে দেখে যা করলেন তিনি …

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সুশান্ত সিং রাজপুত মামলায় মাদক দ্রব্যের কানেকশনে NCB তিনদিন রিয়া চক্রবর্তীকে (Rhea Chakraborty) জিজ্ঞাসাবার করার পর আজ মঙ্গলবার গ্রেফতার করে। লাগাতার মাদক নেওয়ার বিষয়ে অস্বীকার করা রিয়া অবশেষে স্বীকারোক্তি দেন। গ্রেফতার হওয়ার পর রিয়ার যেই প্রতিক্রিয়া সামনে এসেছে।

গ্রেফতার হওয়ার পর মহিলা পুলিশকর্মীদের সাথে রিয়া চক্রবর্তী যখন NCB দফতর থেকে বাইরে আসেন, তখন ওনাকে কালো পোষাকে দেখা যায়। ওনার মুখে মাস্ক ছিল, আর হাত গোটানো ছিল। এরপর রিয়া পুলিশ ভ্যানে ওঠার আগে মিডিয়ার ক্যামেরা দেখে হাত নাড়ান আর ভ্যানে ঢুকে যান। ওনার সাথে মহিলা পুলিশকর্মীরাও ছিলেন।

এর আগে রিয়া সিবিআই, ইডি অথবা NCB এর অফিসে যখন যেতেন, তখন তিনি সবসময় সাদা সালোয়ার-কামিজ পরেই যেতেন। তিনি যে মিডিয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ থাকতেন, সেটা ওনার চেহারা দেখেই বোঝা যেত। কিন্তু মঙ্গলবার গ্রেফতার হওয়ার পর এরকম প্রতিক্রিয়া অভূতপূর্ব আর আত্মবিশ্বাসে ভরা ছিল। মনে হয় উনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে, গ্রেফতার করেও কিছু হবে না।

আপাতত NCB এর টিম রিয়ার মেডিকেল টেস্ট করানোর জন্য নিয়ে গেছে। রিয়ার করোনা টেস্টও করানো হবে। রিয়ার সাথে শৌভিক, দীপেশ, স্যামুয়েল কেও মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হয়েছে। মেডিকেল টেস্টের পর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রিয়াকে আদালতে পেশ করা হবে।

X