সুশান্তের মৃত্যুর ১ মাস পর, ফেসবুক এ ছবি পোস্ট করে মুখ খুললেন রিয়া চক্রবর্তী

বাংলাহান্ট ডেস্ক: এক মাস পূর্ণ হল সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর। ১৪ জুন তারিখটা যেন বলিউড তথা গোটা দেশের কাছে একটা কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে। দুপুর বেলা খবর পাওয়া যায় আত্মহত‍্যা (suicide) করেছেন সুশান্ত। অনেকেরই প্রথমে বিশ্বাস হয়নি খবরটা। তারপরেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। এখনও অনেকেরই মন ভারাক্রান্ত হয়ে রয়েছে।
অভিনেতার মৃত‍্যুর পর থেকে ইনস্টাগ্রামে কোনও পোস্ট করতে দেখা যায়নি বান্ধবী রিয়া চক্রবর্তীকে (rhea chakraborty)। সুশান্তের মৃত‍্যুর জন‍্য তাঁকে দায়ী করে তুমুল সমালোচনা হয়ে নেটদুনিয়ায়। কিন্তু এতদিন টু শব্দটিও করেননি অভিনেত্রী।

story sushant
আজ সুশান্তের মৃত‍্যুর এক মাস পূর্ণ হওয়ায় নিজের ইনস্টা হ‍্যান্ডেলে সুশান্তের সঙ্গে নিজের দুটি ছবি পোস্ট করেন রিয়া। ছবিতে বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে দুজনকে। দুজনের মুখেই লেগে রয়েছে অনাবিল হাসি। সেই সঙ্গে একটি লম্বা আবেগঘন পোস্টও করেছেন রিয়া।
অভিনেত্রী লিখেছেন, ‘এখনও পর্যন্ত নিজের অনুভূতিগুলোর সঙ্গে যুদ্ধ করে চলেছি। হৃদয়ের ভেতরটা ফাঁকা হয়ে আছে। তুমি আমাকে ভালবাসতে শিখিয়েছো, বুঝিয়েছো একটা গাণিতিক সমীকরণ কিভাবে জীবনের সংজ্ঞাটাই বদলে দিতে পারে। আমি কোনওদিনও অনুযোগ করব না তুমি এখানে কেন নেই। আমি জানি তুমিয় এখন আরও সুন্দর কোনও স্থানে রয়েছে। এই ব্রহ্মান্ড সবথেকে অসাধারন পদার্থবিদকে বুকে টেনে নিয়েছে।’
রিয়া আরও লিখেছেন, ‘তুমি খসে পড়া তারা দেখতে, এখন তুমি নিজেই তাই। আমি তোমার জন‍্য অপেক্ষা করব আর চাইব যাতে আবার তুমি আমার কাছে ফিরে আসো। একজন অসাধারন মানুষের মধ‍্যে যা যা থাকতে পারে তোমার মধ‍্যে সব ছিল। আমাদের মধ‍্যের ভালবাসা শব্দ দিয়ে বোঝানো যাবে না। তুমি সবকিছু হৃদয় দিয়ে ভালবাসতে। শান্তিতে থাকো সুশি। ৩০ দিন হয়ে গেল তুমি নেই। কিন্তু আমি সারাজীবন তোমায় ভালবেসে যাব। আমরা চিরদিনের জন‍্য একসূত্রে বাঁধা পড়ে গিয়েছি।’

https://www.instagram.com/p/CCnBR95HAmO/?igshid=1n7thlmtvlf7q

প্রসঙ্গত, সুশান্তের মৃত‍্যুর পর বান্দ্রা পুলিসের জেরার সম্মুখীন হন রিয়া। তাঁর জেরায় অনেক তথ‍্যই উঠে আসে। তিনি জানান, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করছিলেন সুশান্ত ও রিয়া। এমনকি অভিনেতার মৃত‍্যুর আগের দিন পর্যন্ত তাঁর সঙ্গেই তিনি ছিলেন বলে জানান অভিনেত্রী। তাঁদের মধ‍্যে অশান্তি হওয়ায় সুশান্তের ফ্ল‍্যাট ছেড়ে বেরিয়ে আসেন রিয়া।

Niranjana Nag

সম্পর্কিত খবর