বাংলাহান্ট ডেস্ক: ‘বিষ’ বছরের ভয়াবহতা দূরে সরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যু মামলার মূল অভিযুক্ত হিসাবে গত বছর সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন রিয়া। মাদক যোগে প্রায় এক মাস জেলের পেছনেও কাটাতে হয়েছিল তাঁকে।
তবে সময়ের নিয়মে ধীরে ধীরে ফিকে হয়েছে সুশান্ত মামলার স্মৃতি। গত বছরের শেষের দিকেই উত্তেজনা অনেকটাই স্তিমিত হয়ে এসেছিল, যদিও বছর ঘুরে গেলেও এখনো কোনো কিনারাই হয়নি সুশান্ত মৃত্যু মামলার। তবে এসবের মাঝে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন রিয়া। সোশ্যাল মিডিয়ায় আগেই কামব্যাক করেছিলেন, এবার যোগাভ্যাসের মাধ্যমে পুরনো ক্ষত সারানোর কাজে মন দিলেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টা হ্যান্ডেলে যোগাসন করার একটি ছবি শেয়ার করেছেন রিয়া। চক্রাসন করতে দেখা যাচ্ছে তাঁকে। তিনি লিখেছেন, তাঁর ঘনিষ্ঠ বন্ধু সমীক্ষা শেট্টি তাঁর যোগগুরু। এমন একজন বন্ধু পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে করছেন রিয়া। এভাবেই পুরনো ক্ষত সারিয়ে নতুন জীবনে প্রবেশ করার চেষ্টায় রয়েছেন তিনি।
https://www.instagram.com/p/CQ-jgl2ppJ0/?utm_medium=copy_link
১৪ জুন প্রয়াত সুশান্ত সিং রাজপুতের প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর জন্য একটি আবেগঘন বার্তা দেন রিয়া। সুশান্তের স্মৃতিচারণ করে তিনি লেখেন, ‘এমন কোনো মুহূর্ত নেই যখন আমি করিনা যে তুমি আমার সঙ্গে নেই। কথায় বলে সময় সব ক্ষত সারিয়ে দেয় কিন্তু তুমিই আমার সময়, আমার সবকিছু ছিলে। আমি জানি তুমি এখন আমার গার্ডিয়ান এঞ্জেল হয়ে গিয়েছ। চাঁদ থেকে তোমার দূরবীন দিয়ে দেখছ আর আমায় রক্ষা করছ। আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করি। আমি সব জায়গায় তোমাকে খুঁজি। আমি জানি তুমি আমার সঙ্গেই আছো।’
রিয়া আরো লেখেন, ‘আমি প্রতিদিন ভেঙে পড়ি। কিন্তু তখনি আমার মনে হয় তুমি বলছো ‘তুমি পারবে বেবু’, আর আগামী দিনের জন্য আমি এগিয়ে চলি। যখনি আমি মনে করি তুমি আমার সঙ্গে নেই অনুভূতিগুলো প্রকট হয়ে ওঠে। আমার হৃদয় ব্যথায় ভরে যাচ্ছে এটা লিখতে গিয়ে। তোমাকে ছাড়া জীবন বলে কিছু নেই। জীবনের অর্থটা তোমার সঙ্গে নিয়েই চলে গিয়েছ। ওই শূন্যস্থানটা আর পূরণ হবে না। তোমাকে ছাড়া আমি এখনো রয়েছি। আমার সানশাইন বয়, আমি প্রতিদিন তোমায় মালপোয়া দেব আর এই পৃথিবীর সব কোয়ান্টাম ফিজিক্সের বই পড়ব। দয়া করে আমার কাছে ফিরে এসো।’