এক বছর লেগেছে যন্ত্রণা ভুলতে, বছর শেষে নতুন শুরুর বার্তা রিয়া চক্রবর্তীর

বাংলাহান্ট ডেস্ক: এক বছর কেটে গিয়েছে মাতামাতি বন্ধ হয়েছে রিয়া চক্রবর্তীকে (rhea chakraborty) নিয়ে। সুশান্ত সিং রাজপুতের রহস‍্য মৃত‍্যুর পর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল তাঁর প্রাক্তন প্রেমিকাকে। ‘গোল্ড ডিগার’ থেকে শুরু করে ‘ডাইনি’, এমন কোনো কুরুচিকর তকমা নেই যা পাননি রিয়া। এমনকি তাঁর জন‍্য কুৎসিত আক্রমণের মুখে পড়েছিল বাঙালি মেয়েরাও!

আগুনে ঘি পড়ে যখন মাদক কাণ্ডে প্রধান অভিযুক্ত সিসাবে উঠে আসে রিয়ার নাম। নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর হাতে গ্রেফতার হন তিনি। প্রায় এক মাস জেলে কাটানোর পর ছাড়া পান রিয়া। সেটা ২০২০। বছরের শেষের দিকে কারামুক্ত হয়েছিলেন রিয়া। এই একটা বছর ধরে নিজেকে নতুন করে গড়ে তুলেছেন তিনি। পুরনো সাহস ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। বছরের শেষ দিনটায় নতুন বছরের অপেক্ষা করতে করতে এক বিশেষ বার্তা দিলেন সুশান্তের প্রেমিকা।

rheachakraborty31598541826
হাসিমুখে একটি ছবি শেয়ার করেছেন তিনি। লিখেছেন, ‘আমাকে হাসতে দেখা যাচ্ছে, সহজ ছিল না এতটা পথ আসা। একটা গোটা বছর ধরে সেরে উঠেছি, একটা গোটা বছর যন্ত্রণায় কাটিয়েছি। কিন্তু আজ আমি এখানে, ২০২১ এর দিকে তাকিয়ে হাসছি। কারণ যেটা ভাঙতে পারে না সেটা আরো মজবুত করে তোলে। নিউ ইয়ার ইভ খুব ভাল কাটুক প্রিয় মানুষদের সঙ্গে। ২০২২ আমাদের সবার জন‍্য ভাল হোক। ভালবাসা ও আলো নিয়ে আসুক।’

https://www.instagram.com/p/CYI8QYoq6Z6/?utm_medium=copy_link

২০২০ র সেপ্টেম্বরে NCB র হাতে গ্রেফতার হন রিয়া। মুম্বইয়ের বাইকুল্লা জেলে কাটান প্রায় এক মাস। তাঁর সঙ্গে জেলবন্দি হয়েছিলেন ভাই শৌভিক চক্রবর্তীও। জেল থেকে বেরিয়ে এক রকম নিভৃতবাসে চলে গিয়েছিলেন রিয়া। ধীরে ধীরে সোশ‍্যাল মিডিয়ায় ফেরেন তিনি। জনসমক্ষেও আসতে শুরু করেন। ভাইকে নিয়ে নতুন ফ্ল‍্যাটের খোঁজে বেরোতে দেখা যায় রিয়াকে। আপাতত পুরনো দিন ভুলে নতুন ভাবে জীবন, কেরিয়ার শুরু করার কথা ভাবছেন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর