‘মানসিক অবসাদে, অন্ধকারে ডুবে…’ সুশান্তের মৃত্যুর পর জেলবন্দি জীবন নিয়ে মুখ খুললেন রিয়া

বাংলা হান্ট ডেস্ক : বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর চর্চিত প্রেমিকা ছিলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। দেখতে দেখতে চার বছর হয়ে গেল প্রয়াত হয়েছেন সুশান্ত (Sushant Singh Rajput)। অভিনেতার মৃত্যুর পর জীবনের কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। সেসময় অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য দায়ী করেছিলেন তাঁকেই।

সুশান্তের মৃত্যুর পর জেলে থাকার অনুভূতি কেমন ছিল রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty)?

জুটে ছিল ‘ডাইনি’ তকমাও। এমনকি সেসময় মাদক সংক্রান্ত একটি মামলায় রিয়াকে গ্রেপ্তার করেছিল এনসিবি। এই মামলার জন্য একটা লম্বা সময় জেলবন্দি ছিলেন অভিনেত্রী। এখন পরিস্থিতি ঠান্ডা হলেও, সেই সময় চরম নরক  যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাতে হয়েছিল অভিনেত্রীকে। কেমন ছিল সেই অভিজ্ঞতা? সম্প্রতি তা নিয়েই করিশ্মা মেহতার পডকাস্ট শোতে এসে নিজের সেই অতীত সম্পর্কে মুখ খুলেছিলেন রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)।

   

সেখানে তিনি বর্ণনা দিয়েছেন জেলের মধ্যে কাটানো তাঁর প্রত্যেকটা দিন কেমন ছিল। সেখানে  কীভাবে দিন কাটতো তাঁর? রিয়ার কথায় তিনি নিজে ভীষণ পজিটিভ মানুষ হলেও সেইসময়টা তাঁকে যেন সারাক্ষণ মানসিক অবসাদে ঘিরে রেখেছিল। যার ফলে তিনি নাকি একটু একটু করে এক অন্ধকার জগতে  হারিয়ে যাচ্ছিলেন।

অভিনেত্রীর কথায়, ‘জেল আসলে একটা আলাদাই জগৎ। সেখানে কোনও সমাজ নেই। সকলেই সমান। ওখানে কেউই মানুষ নয়। সবাই শুধু সংখ্যা। জেল এক অদ্ভুত দুনিয়া, অদ্ভুত ভিড়। ওটাই যেন একটা বেঁচে থাকার লড়াই। ওখানে বেঁচে থাকার জন্য প্রতিদিন লড়াই করতে হবে। আর ওখানে এক একটা দিন যেন এক একটা বছরের সমান ছিল। আর ওখানে একটা দিন ফুরাতেই যেন অনেক সময় লেগে যেত। কারণ কিছুই করার থাকত না।’

আরও পড়ুন : RG Kar কাণ্ডের মাঝেই ‘আনন্দী’-তে চিকিৎসক হচ্ছেন ঋত্বিক! প্রভাব পড়বে TRP-তে?

তবে সময় কাটাতে সেসময় অভিনেত্রী জেলে থাকা অন্যান্য মহিলাদের নাচ, যোগ ব্যায়াম শেখাতেন,কবিতা শোনাতেন। তবে সেইসাথে এদিন রিয়া জানিয়েছেন জেলের ওই জীবন তাঁকে ভিতর থেকেও পাল্টে দিয়েছে।

Sushant reha

অভিনেত্রীর কথায়, ‘ওখানে  প্রথম দুটো সপ্তাহ আমার জন্য খুবই কঠিন ছিল। কারণ জেলে যেতে হচ্ছে এটা বিশ্বাস করে খুব কঠিন। তাছাড়া পুরো বিষয়টা আত্মস্থ করতেও সময় লাগে। ওখানে চরম অবসাদের শিকার হয়েছিলাম। মনে হতো যেন অন্ধকারে ডুবে যাচ্ছি। আমি খুব পজিটিভ মানুষ। বাবলি ধরনের। কিন্তু ওখানে গিয়ে পুরো পাল্টে যাই।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর