‘ডার্ক নেট’এর মাধ‍্যমে মাদক কিনতেন রিয়া! মামলা দায়ের করল নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো

বাংলাহান্ট ডেস্ক: রিয়া চক্রবর্তী (rhea chakraborty) ও মাদক (drugs) চক্র সংক্রান্ত মামলায় এবার বড় তথ‍্য ফাঁস করল নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো (NCB)। জানা গিয়েছে, যে মাদক ব‍্যবসায়ীর কাছ থেকে রিয়া মাদক কিনতেন তিনি ডার্ক নেটের (dark net) মাধ‍্যমে সংগ্রহ করতেন সেইসব মাদক দ্রব‍্য।
ইন্টারনেটের অন‍্যতম কুখ‍্যাত স্তর এই ডার্ক নেট।

মাদক চোরাকারবারের সবথেকে বড় অনলাইন প্ল‍্যাটফর্ম হল ডার্ক নেট। সুপারির জন‍্য অস্ত্রও বেচাকেনা হয় এখানে। সুশান্ত সিং রাজপুত মামলায় ডার্ক নেট যোগাযোগের বিষয়ে খতিয়ে দেখছে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো।

rhea chakraborty 1
বুধবার মাদক ষড়যন্ত্রের জন‍্য রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো। রিয়া ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছ। ইডি আগে থেকেই তদন্ত করছে এই বিষয়ে।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে রিয়া চক্রবর্তী দাবি করেন, তাঁর সঙ্গে সম্পর্কে আসার আগেই মাদকের নেশায় আচ্ছন্ন ছিলেন সুশান্ত। নিয়মিত মাদক কিনতেন তিনি। রিয়াই এসে এই নেশা ছাড়ানোর চেষ্টা করেন।

রিয়ার এই বক্তব‍্যের পরেই ক্ষেপে যান সুশান্তের দিদি শ্বেতা সিং কৃতি। সুশান্তের বন্ধু ও কর্মচারীদের সঙ্গে তিনি যে মাদক চক্র ফেঁদে বসেছিলেন সেই ত‍থ‍্য ফাঁস করে দেন সোশ‍্যাল মিডিয়ায়। উঠে আসে হোয়াটসঅ্যাপ চ‍্যাটে মাদক সংক্রান্ত আলোচনার ছবি।

চ‍্যাটে দেখা গিয়েছে, সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি, হাউস ম‍্যানেজার স‍্যামুয়েল মিরান্ডা, নিজের ভাই শৌভিক চক্রবর্তীর সঙ্গে রীতিমতো মাদক চক্র শুরু করেছিলেন রিয়া। একটি গ্রুপও খুলেছিলেন তাঁরা হোয়াটসঅ্যাপে যেখানে মাদক সংক্রান্ত যাবতীয় আলোচনা হত।

ওই গ্রুপের চ‍্যাটে একাধিক বার ‘doobie’ কথাটি উঠে এসেছে যা আসলে ড্রাগের সাংকেতিক শব্দ বলে মনে করা হচ্ছে। সঞ্চয়ে পর্যাপ্ত পরিমাণে doobie রয়েছে কিনা, না থাকলেও নিয়ে আসতে বলা এই ধরনের কথাবার্তাও হয়েছে। এমনকি AK47 ও ব্লুবেরি কুশ নামে দুটি নিষিদ্ধ মাদকের কথাও রয়েছে চ‍্যাটে। রয়েছে মাদকের ছবিও।

প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল মাদক চক্রে জড়িত থাকার সন্দেহে নারকোর্টিক্স পরীক্ষা করা হবে রিয়া চক্রবর্তী ও তাঁর সঙ্গীদের। রিয়ার হোয়াটসঅ্যাপ চ‍্যাট ঘেঁটে নিষিদ্ধ মাদক নেওয়ার সূত্র পায় ইডি। ইতিমধ‍্যেই রিয়ার হোয়াটসঅ্যাপ চ‍্যাটের রেকর্ড সিবিআই ও নার্কোটিক্স কন্ট্রোল ব‍্যুরোকে হস্তান্তর করেছে ইডি। অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন ১০ দশ বছরের কারাদন্ড হতে পারে রিয়া ও তাঁর সঙ্গীসাথীদের।


Niranjana Nag

সম্পর্কিত খবর