বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যু তদন্তের মোড় ঘুরেই চলেছে ক্রমে। প্রায় প্রতিদিনই সামনে আসছে এক একটি নতুন তথ্য যা প্রকাশ করছেন অভিনেতার প্রিয়জনেরা বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও। আর তার ভিত্তিতেই বারে বারে পালটাচ্ছে তদন্তের অভিমুখ।
অপরদিকে সোশ্যাল মিডিয়ায় সুশান্ত অনুরাগীরা অভিনেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন। কয়েকজন তারকা এবং রাজনৈতিক ব্যক্তিত্বও তাদের এই দাবিতে সুর মিলিয়েছেন। তদন্ত এখনও চালু থাকলেও এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যাতে অভিযুক্তের হদিশ পাওয়া যায়।
সম্প্রতি এই মামলায় একটি নতুন তথ্য জানা গিয়েছে। পুলিস সূত্রে খবর, সুশান্তের একটি অ্যাকাউন্টের বিবরণ অনুযায়ী অভিনেতা ছাড়াও তাঁর ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করতেন বান্ধবী রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। সুশান্তের ওই অ্যাকাউন্টের বিবরণ অনুযায়ী গত ১১ মাসের রেকর্ড থেকে জানা গিয়েছে সুশান্তের ক্রেডিট ও ডেবিট কার্ড দিয়েই নিজের কেনাকাটাও করতেন রিয়া।
রিপোর্ট অনুযায়ী, রিয়া গত বছর ইউরোপ টুরে যান। তার যাবতীয় খরচা দিয়েছিলেন সুশান্তই। শুধু তাই নয়, অভিনেতার ক্রেডিট ও ডেবিট কার্ডের পিন ও পাসওয়ার্ডও জানতেন অভিনেত্রী। জানা গিয়েছে বহুবার অভিনেতার কার্ড নিয়ে রিয়া কেনাকাটা সারতে যেতেন এবং বেশ কিছুদিন পর্যন্ত তা নিজের কাছেই রাখতেন।
শুক্রবারই সুশান্তের চিকিৎসক কেরসি ছাবরাকে জেরার জন্য ডেকে পাঠিয়েছিল পুলিস। এরপর ফের অভিনেতার পরিবারের সদস্য, পরিচারক, বন্ধু ও রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করা হবে।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে এখনও পর্যন্ত ৩৬ এর জনেরও বেশি লোককে জেরা করেছে পুলিস। সেই সঙ্গে খতিয়ে দেখা হয়েছে অভিনেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিও। কিন্তু এখনও পর্যন্ত কোনও প্রমাণই পাওয়া যায়নি।