জেরায় অসহযোগিতা, চিৎকার করে অভদ্র আচরণ! সিবিআইয়ের একটি মাত্র ‘দাওয়াই’তেই ঠান্ডা রিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দফায় দফায় রিয়া চক্রবর্তীকে (rhea chakraborty) জেরা করেছে সিবিআই (CBI)। আজ, সোমবার ফের মুম্বইয়ের ডিআরডিও গেস্ট হাউসে সিবিআইয়ের জেরার মুখে পড়েছেন রিয়া। কিন্তু অভিনেত্রীর উত্তরে সন্তুষ্ট নয় সিবিআই। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতারও অভিযোগ রয়েছে।

জানা গিয়েছে, সাক্ষাৎকারে তদন্তে সাহায‍্যের কথা বললেও আদতে সিবিআইয়ের জেরায় একেবারেই সহযোগিতা করছেন না রিয়া। বেশির ভাগ প্রশ্নের উত্তরেই নাকি তিনি বলছেন, মনে করতে পারছেন না কিছু। উপরন্তু সিবিআই আধিকারিকদের সঙ্গে অভদ্র ভাবে কথা বলারও অভিযোগ রয়েছে রিয়ার বিরুদ্ধে।


সূত্রের খবর, রবিবার টানা দশ ঘন্টা ধরে রিয়াকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। দুপুর দুটো থেকে জেরার দ্বিতীয় পর্যায় শুরু হতেই চিৎকার চেঁচামেচি শুরু করেন রিয়া। শুধু তাই নয়, সিবিআই আধিকারিকদের সঙ্গে উঁচু গলায় অভদ্র ভাবে কথাও বলেন তিনি।

কিন্তু আইপিএস নুপূর প্রসাদের একটি মাত্র দাওয়াতেই ঠান্ডা হয়ে যান রিয়া। জানা গিয়েছে, আইপিএস নুপূর প্রসাদ রিয়াকে বলেন, “তাহলে আপনাকে গ্রেফতার করে নেওয়া যাক? সিবিআই তাড়াহুড়োর মধ‍্যে কোনও কাজ করতে চায় না। ধরুন আপনি নির্দোষ, কিন্তু আপনাকে গ্রেফতার করে নেওয়া হল। একবার জেলে ঢুকে গেলে কিন্তু আর নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না। তার থেকে ভাল না যে যদি সত‍্যি সত‍্যি নির্দোষ হন তাহলে সেটা প্রমাণ করুন আর আসল দোষীদের ধরিয়ে দিন‌। আপনি সেটাও করছেন না।”

সিবিআই রিয়াকে যা যা প্রশ্ন করে তার মধ‍্যে কয়েকটি জানা গিয়েছে। যেমন, সুশান্তের মৃত‍্যুর জন‍্য নিজেকে কতটা দায়ী করেন রিয়া? রিয়ার ব‍্যবহারে পরিবর্তনের জন‍্যই কি আত্মহত‍্যা করেন সুশান্ত? রিয়াকে কখনও আত্মহত‍্যা করার কথা বলেছিলেন অভিনেতা? ৮ জুন তাঁর ফ্ল‍্যাট ছেড়ে বেরিয়ে আসার পর কি রিয়ার মনে হয়েছিল সুশান্ত আত্মহত‍্যা করতে পারেন?

সোমবার সকালে ফের সিবিআইয়ের জেরার মুখোমুখি হন রিয়া চক্রবর্তী। জানা যাচ্ছে, এদিন সুশান্তের চিকিৎসা ও তাঁর খরচ ইত‍্যাদি সংক্রান্ত বিষয়ে রিয়াকে প্রশ্ন করা হতে পারে।

X