দুসংবাদ! করোনা আক্রান্ত হয়ে মৃত‍্যু রিয়া চক্রবর্তীর পরিবারে

বাংলাহান্ট ডেস্ক: করোনা (corona) আতঙ্ক ক্রমশ গ্রাস করছে গোটা দেশকে। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন মারণ ভাইরাসে। মুম্বইয়ের সিনে ইন্ডাস্ট্রির অবস্থাও খুব একটা ভাল নয়। ইতিমধ‍্যেই বহু তারকা আক্রান্ত হয়েছেন করোনায়। এবার অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (rhea chakraborty) পরিবারে এল দুসংবাদ।

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রিয়ার কাকা কর্নেল সুরেশ কুমার। সোশ‍্যাল মিডিয়ায় এই দুসংবাদ নিজেই জানিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘একজন প্রখ‍্যাত অর্থোপেডিক সার্জন, একজন সম্মানীয় অফিসার, একজন ভাল বাবা ও একজন ভাল মানুষ। করোনা তোমায় কেড়ে নিলেও তোমার স্মৃতি অমলিন থাকবে। সুরেশ কাকা তুমি একজন বাস্তব জীবনের নায়ক। তোমাকে কুর্নিশ।’ পাশাপাশি সবাইকে ঘরে থাকতেও অনুরোধ করেছেন রিয়া।

rhea chakraborty 2
এর আগে করোনা যোদ্ধাদের উদ্দেশে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন রিয়া। এই কঠিন পরিস্থিতিতে সাহায‍্যের হাতও বাড়িয়ে দিয়েছিলেন তিনি। যেকোনো প্রয়োজনেই তাঁকে মেসেজ করার কথা বলেছিলেন রিয়া। এই কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছিলেন তিনি।

https://www.instagram.com/p/COkZn35nRCR/?igshid=1vt6zfrvtisah

সম্প্রতি শোনা যায় দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিজের ভাগ‍্য পরীক্ষা করতে চলেছেন রিয়া। কিছুদিন আগে মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল রিয়াকে। জানা গিয়েছে সেই সময় হায়দ্রাবাদ পাড়ি দিয়েছিলেন তিনি, কাজ খোঁজার জন‍্য। তবে শোনা গিয়েছিল কোনো প্রযোজকই নাকি তাঁকে কাজ দিতে রাজি হননি।

অবশ‍্য এর আগে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন রিয়া। তেলুগু ছবির হাত ধরেই অভিনয়ে পা রাখেন তিনি। তেলুগু ছবি ‘তুনেগা তুনেগা’র মাধ্যমে প্রথম অভিনয়ে হাতেখড়ি হয় রিয়ার। এম এস রাজু ছিলেন ছবির পরিচালনার দায়িত্বে এবং নায়কের ভূমিকায় ছিলেন সুমন্ত রাজু। ছোটবেলার ঘৃণা কিভাবে বড় হয়ে প্রেমে পরিণত হয় সেই নিয়েই ছবির গল্প। কিন্তু বক্স অফিসে একেবারেই চলেনি ছবিটি।


Niranjana Nag

সম্পর্কিত খবর