অনিল কাপুরের বাড়িতে বিয়ের সানাই, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সোনমের বোন রিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আবারো বিয়ের অনুষ্ঠানের আমেজ অভিনেতা অনিল কাপুরের (anil kapoor) বাড়িতে। তিন বছর আগে ব‍্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বিয়ের মেয়ে পিঁড়িতে বসেন অভিনেতার বড় মেয়ে সোনম কাপুর (sonam kapoor)। এবার পালা ছোট রিয়া কাপুরের (rhea kapoor)। শনিবার সকাল থেকেই এমন গুঞ্জনে তোলপাড় নেটপাড়া। শনিবার রাতেই নাকি শুভ কাজটা সারতে চলেছেন রিয়া।

শোনা যাচ্ছে করোনা আবহেই বাবা অনিল কাপুরের বাড়িতে বসতে চলেছে রিয়ার বিয়ের আসর। পাত্র, তাঁর দীর্ঘদিনের বন্ধু করন বুলানি। রিয়ার মতোই তিনিও বিনোদন জগতেরই মানুষ। রিয়া পেশায় প্রযোজক। সোনম আভিনীত আয়েশা, খুবসুরত, ভীরে দি ওয়েডিং এর মতো ছবি প্রযোজনা করেছেন তিনি।


অপরদিকে করন পেশায় একজন পরিচালক। তবে বিভিন্ন বিজ্ঞাপনের পরিচালনা করেন তিনি। জানা যাচ্ছে মাত্র বাইশ বছর বয়সেই নাকি ৫০০র ও বেশি বিজ্ঞাপন বানিয়ে ফেলেছিলেন এই সফল পরিচালক। দীর্ঘ ১৩ বছর ধরে রিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। অবশেষে আজ বিয়েতে প‍রিণতি পেতে চলেছে তাঁদের সম্পর্ক।


শুক্রবার থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল বলিউডের এক অভিনেতার বাড়িতে বাজবে বিয়ের সানাই। কিন্তু তখন কোনো নাম প্রকাশ‍্যে আসেনি। শেষমেষ শনিবার সকালে জানা গেল এই অভিনেতা হলেন অনিল কাপুর এবং বিয়ে তাঁরই মেয়ে রিয়ার। অভিনেতার বাড়ির বাইরে সকাল থেকেই ব‍্যস্ততা ধরা পড়েছে পাপারাৎজির ক‍্যামেরায়। রিয়ার বিয়ে উপলক্ষে সেজে উঠছে গোটা বাড়ি। একে একে আসতে শুরু করেছেন আমন্ত্রিতরাও। সেজেগুজে পাপারাৎজির ক‍্যামেরার সামনে পোজ দিয়েছেন জাহ্নবী ও খুশি কাপুর।

https://www.instagram.com/p/CSjcMBuqpgn/?utm_medium=copy_link

https://www.instagram.com/p/CSjczxMAArf/?utm_medium=copy_link

কিছুদিন আগেই লন্ডন থেকে মুম্বই ফিরেছেন সোনম। সে সময় তাঁকে দেখে গুঞ্জন ছড়িয়েছিল তিনি অন্তঃসত্ত্বা। কিন্তু পরোক্ষে বার্তা দিয়ে সমস্ত গুঞ্জনের অবসান ঘটান সোনম। নিজের ইনস্টা স্টোরিতে একটি বুমেরাং ভিডিও শেয়ার করেন তিনি। যেখানে তিনি লেখেন, ‘গরম জলের বোতল ও আদা চা আমার পিরিয়ডের প্রথম দিনের জন‍্য।’ এই একটি ছোট্ট বার্তাতেই সোনম স্পষ্ট করে দেন যে তিনি অন্তঃসত্ত্বা নন। আর এখন স্পষ্ট হয়েই গিয়েছে যে বোনের বিয়ের জন‍্যই তড়িঘড়ি মুম্বই এসেছেন সোনম।

X