‘করণ জোহর, আদিত‍্য চোপড়াদের তো লিঙ্গবৈষম‍্যের শিকার হতে হয়নি!’ বিষ্ফোরক অনিল কাপুরের মেয়ে

বাংলাহান্ট ডেস্ক: বলিউডেও তারকাদের লিঙ্গবৈষম‍্যের শিকার হতে হয়। এমনকি তারা রীতিমতো জনপ্রিয় হলেও সেক্সিস্ট মন্তব‍্যের হাত থেকে রেহাই পান না। বলিউডে এখনও মহিলারা পুরুষের সমান কোনও কাজ করতে গেলে চোখ টাটায় অনেকেই। সম্প্রতি এমনই বিষ্ফোরক মন্তব‍্য করেন অনিল কাপুরের মেয়ে রেহা কাপুর (rhea kapoor)। দিদি সোনমের মতো অভিনয়ের দিকে না গিয়ে প্রযোজক হওয়ায় প্রচুর টিপ্পনী শুনতে হয়েছে তাঁকে।

hpse fullsize 2000873144 Rhea Kapoor at Masaba Gupta s party at Yautcha in bkc on 2nd Feb 2019 326 5c57f3e308539
করিনা কাপুরের চ‍্যাট শোতে এসেছিলেন রেহা। সেখানেই তিনি মুখ খোলেন এই লিঙ্গবৈষম‍্যের বিরুদ্ধে। রেহা জানান, ২১ বছর বয়সেই তিনি ঠিক করেন দিদির মতো অভিনয়ের দিকে নয়, বরং প্রযোজনার দিকে যাবেন তিনি। কিন্তু এই বিষয়ে অনেকের সমস‍্যা ছিল। মেয়ে হয়ে তিনি প্রযোজনায় কেন আসবেন তা নিয়ে অনেকেই বাঁকা মন্তব‍্য করেছিলেন।

https://www.instagram.com/p/B8gmO0rFtZH/?igshid=1r2tfp22xhysx

রেহার কথায়, “যখন কাজ শুরু করে তখন অনেকেই দাম্ভিক ভাবে কথা বলতেন। সামে পেছনে অনেকেই বলতেন, ও তো সিনেমা সিনেমা খেলতে এসেছে। আমি নাকি কাজ নিয়ে একেবারেই ভাবি না, এসবও শুনতে হয়েছে। অনিল কাপুরের মেয়ে হয়ে যদি আমাকে এসব শুনতে হয় না জানি অন‍্য মেয়েদের আরও কত কি শুনতে হয়।”

https://www.instagram.com/p/B88v4chF25V/?igshid=hi1far6nrivd

পুরুষ অভিনেতা, পিআর এজেন্ট, এমনকি অভিনেত্রীদের থেকেও বক্রোক্তি শুনতে হয়েছে রেহাকে। তাঁর কথায়, “করণ জোহর, আদিত‍্য চোপড়া এরাও প্রথম দিকে স্ট্রাগল করেছেন। কিন্তু তাঁদের লিঙ্গবৈষ‍ম‍্যের শিকার হতে হয়নি। তাঁদের ফেসভ‍্যালু ছিল। কিন্তু আমার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ উল্টো। একজন সৃজনশীল মানুষের পক্ষে এটা মেনে নেওয়া সত‍্যিই খুব কষ্টকর।”

https://www.instagram.com/p/B9otslMF6VC/?igshid=1sq42z2fxsmbd

https://www.instagram.com/p/B76N40VFERg/?igshid=s7lj82b7fw19

তবে এসব কোনও কিছুই দমাতে পারেনি রেহাকে। ভীরে দি ওয়েডিং, খুবসুরত, আয়েশা সহ বেশ কয়েকটি জনপ্রিয় ছবি তিনি উপহার দিয়েছেন সিনেপ্রেমীদের।

Niranjana Nag

সম্পর্কিত খবর