সিবিআইএর জেরার সম্মুখীন রিয়ার ভাই, আজই ডাক পেতে পারেন রিয়াও!

বাংলাহান্ট ডেস্ক: রিয়া চক্রবর্তীকে (rhea chakraborty) আজই জেরার জন‍্য ডাক পাঠাতে পারে সিবিআই (CBI)। রবিবার থেকেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। আজ রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে জানান, রিয়া বা তাঁর পরিবারের কেউই এখনও সিবিআইয়ের সমন পাননি।

রিয়ার আইনজীবীর এই ঘোষনার কিছুক্ষণ পরেই মুম্বইয়ের সান্তাক্রুজের ডিআরডিও গেস্ট হাউজে হাজির হতে দেখা যায় রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীকে। তদন্ত চলাকালীন এখানেই রয়েছেন সিবিআই আধিকারিকরা। এখানে বসেই তদন্ত হয়েছে অভিনেতার বন্ধু সিদ্ধার্থ পিঠানি ও রাঁধুনি নীরজের।

sushant singh rajput1 1597815475
এর আগে ইডির জেরাতেও বারকয়েক হাজিরা দিতে হয় শৌভিককে। জানা যায়, সুশান্তের দুটি কোম্পিনির ডিরেক্টর পদে ছিলেন রিয়ার ভাই। এমনকি অভিনেতার বাবার দায়ের করা এফআইআরেও রয়েছে শৌভিকের নাম।

সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, এদিন মুম্বইয়ের আন্ধেরি ইস্ট এলাকার মারোলে ওয়াটারস্টোন রিসর্টে হাজির হয় সিবিআইয়ের একটি টিম। অভিযোগ, এখানেই দু মাস ধরে সুশান্তকে বন্দি করে রেখে আধ‍্যাত্মিক চিকিৎসা চালায় রিয়ার পরিবার।

এছাড়া বান্দ্রার কোটাক মাহিন্দ্রা ব‍্যাঙ্কেও তদন্ত চালায় সিবিআই। এই ব‍্যাঙ্কেই সুশান্তের অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা গায়েব হওয়ার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, রিয়াকেও আজই জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। সূত্রের খবর, ৮ জুন সুশান্ত ও রিয়ার মধ‍্যে কি হয়েছিল সেটাই প্রথমে জানতে চাইবে সিবিআই।

অপরদিকে, এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমের সাক্ষাৎকারে রিয়ার এক বন্ধু বিষ্ফোরক মন্তব‍্য করেন। তিনি প্রায়ই সুশান্ত ও রিয়ার সঙ্গে পার্টি করতেন বলে জানিয়েছেন। অভিনেতা অসুস্থ হওয়াতে রিয়া নিজের বাবার সঙ্গে পরামর্শ করে তাঁকে ওষুধ দিতেন বলে দাবি করেন ওই বন্ধু। সেসব অ্যান্টিবায়োটিক ওষুধের ডোজও খুব বেশি ছিল বলে জানান তিনি।

তিনি আরও জানান, ভাইরাল কোনও অসুখ হয়েছিল সুশান্তের। প্রায়ই তাঁকে কাশতে দেখা যেত। রিয়ার দেওয়া ওষুধে কোনও কাজই হয়নি বলে দাবি করেন তিনি। তবে সুশান্ত আত্মহত‍্যা করেছেন শুনে প্রচন্ড অবাক হয়ে গিয়েছিলেন তিনি।

রিয়ার ওই বন্ধু জানান, অতিপ্রাকৃত বিষয়ও রিয়াই সুশান্তের মাথায় ঢুকিয়ে দেন। এই প্রসঙ্গে প্রথমে রিয়ার বিশ্বাস নিয়ে প্রশ্ন করায় সুশান্ত ও রিয়ার মধ‍্যে জোর তর্ক বিতর্কও হয়েছিল বলে জানান তিনি। ওই বন্ধুর কথায়, রিয়া ও সুশান্ত আগের যে ফ্ল‍্যাটে থাকতেন সেখানে অদ্ভূত কাণ্ডকারখানা হত বলে দাবি করতেন সুশান্ত ও তাঁর কর্মচারীরা। কিন্তু তিনি কখনোই এমন কিছু অনুভব করেননি বলেও জানান রিয়ার ওই বন্ধু।


Niranjana Nag

সম্পর্কিত খবর