জুতো নেই, তাই ব্যান্ডেজ দিয়ে তৈরি জুতো পরে তিনটি দৌড় বিভাগে সোনা জিতলো ১১ বছরের রিয়া।

আকাশে উড়ার ইচ্ছা আমাদের অনেকেরই থাকে কিন্তু হয়তো সেই সামর্থ্য আমাদের থাকে না। কিন্তু ইচ্ছা থাকলেই যে সব কিছু সম্ভব হয় সেটাই বারেবারে আমরা দেখেছি। সেই অসম্ভব কেই সম্ভব করে দেখালো ফিলিপাইনের 11 বছরের এক বালিকা। ফিলিপাইনসের স্কুল ছাত্রী রিয়া বুলোস তার স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় 400, 800 এবং 1500 মিটার দৌড় প্রতিযোগিতায় জিতে সোনার পদক জিতে নিল। কিন্তু অবাক করা ব্যাপার এটাই যে তার পায়ে কোনোরকম আসল জুতো ছিল না পায়ে ছিল ব্যান্ডেজ দিয়ে তৈরি জুতো। নিজের প্রতিযোগিতার শেষে যখন রিয়া মাঠে বসে অন্যান্য প্রতিযোগিতা দেখছিল সেই সময় হঠাৎ নজরে আসে রিয়ার পায়ের ব্যান্ডেজ দিয়ে বানানো জুতো তাতে সবুজ রং এর কালিতে ‘নাইকি’ ব্রান্ডের চিহ্ন আঁকা রয়েছে।

রিয়ার এই দুর্দান্ত পারফরম্যান্সে খুবই খুশি হয়েছেন রিয়ার ক্রীড়া শিক্ষক। তিনি জানিয়েছেন রিয়া খুবই পরিশ্রমী একজন ক্রীড়াবিদ। কঠোর পরিশ্রম করেই রিয়া আজ এই সাফল্য অর্জন করছে। এছাড়াও তিনি জানিয়েছেন রিয়া ছাড়াও আরও বেশ কয়েকজন প্রতিভাবান ক্রীড়াবিদ তাদের কাছে রয়েছে কিন্তু জুতো সহ অন্যান্য স্পোর্টস কিটের জন্য তারা ভালো ভাবে প্র্যাকটিস করতে পারে না।

14366839af9f21dc4ecfb351b2ae4059716271e8

স্যোসাল মিডিয়ায় রিয়ার ব্যাপারে জানাজানি হওয়ার পর বিভিন্ন সংস্থার তরফে রিয়াকে স্পনসর করার কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই রিয়াকে জুতো দেওয়া হয়েছে বিভিন্ন সংস্থার তরফে। সেই জুতো পরে রিয়া এখন মনের সুখে দৌড়াচ্ছে।

Udayan Biswas

সম্পর্কিত খবর