বাংলাহান্ট ডেস্ক: খুব কম সময়েই বলিউডে নিজের জায়গা কায়েম করে ফেলেছেন রিচা চাড্ডা। ছবিও তিনি নির্বাচন করেন খুব বুঝে শুনে। হিটও হয় সেই সব ছবি। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক বিষয়েও নিজের মতামত স্পষ্ট করতে পিছপা হননা এই সাহসী অভিনেত্রী। তাই দিন দিন তাঁর অনুরাগীর সংখ্যাও বেড়ে চলেছে পাল্লা দিয়ে।
সোশ্যাল মিডিয়াতেও যথেষ্ট সক্রিয় থাকেন রিচা। মাঝে মাঝেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে নানা ছবি ও ভিডিও শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে।
সম্প্রতি তেমনই একটি ভিডিও রিটুইট করেছেন রিচা। সেখানে এক অদ্ভূত ঘটনা তুলে ধরেছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বেলুগা তিমি জলে পড়ে যাওয়া মোবাইল ফোন ফিরিয়ে দিচ্ছে ওই মহিলাকে।
সায়েন্স গার্ল নামে একটি টুইটার প্রোফাইল থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিও। ক্যাপশনে লেখা, “এক মহিলার আই ফোন ভুলবশত জলে পড়ে গিয়েছিল। এক বেলুগা তিমি সেই ফোন আবার ফিরিয়ে দেয় ওই মহিলাকে। এই ঘটনা নরওয়ের হ্যামারফেস্ট হারবারের।”
https://twitter.com/gunsnrosesgirl3/status/1225514348900167681?s=19
জানা গিয়েছে, দুই পড়ুয়া এই তিমিকে দেখার জন্য এসেছিলেন হারবারে। তার মধ্যে একজনের ভুলবশত ফোনটি পড়ে যায় জলে। সেই তিমিই ফের ফোনটি জলের মধ্যে থেকে খুঁজে ফিরিয়ে দেয় ওই মহিলাকে। আরও জানা গিয়েছে, ওই তিমি রাশিয়ার নৌ প্রশিক্ষণের অন্তর্ভুক্ত। এই প্রশিক্ষণের সময় ক্যামেরা, অস্ত্র সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় ওই তিমিদের। বলা বাহুল্য এই ভিডিওটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রিচা চাড্ডার নতুন ছবি পাঙ্গা। এছাড়াও তাঁকে দেখা যাবে আমাজন প্রাইমের শো ইনসাইড এজে। পাশাপাশি দক্ষিণী তারকা শাকিলার বায়োপিকেও অভিনয় করতে চলেছেন তিনি।