বাংলাহান্ট ডেস্ক: কথা মতোই অভিনেত্রী পায়েল ঘোষের (payel ghosh) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করলেন রিচা চাড্ডা (richa chadha)। সোমবার বম্বে হাই কোর্টে পায়েলের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন রিচা। তিনি দাবি করেন, পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে পায়েলের করা অভিযোগে তাঁর নাম জোরপূর্বক টেনে আনা হয়েছে। এই অভিযোগ মিথ্যে ও অহেতুক বলেও দাবি করেছেন রিচা।
সেই সঙ্গে তাঁর সম্মান হানি করায় কমল আর খান ও সংবাদ সংস্থা ABN Telugu এর কাছেও ১.১ কোটি টাকা দাবি করেছেন রিচা চাড্ডা। তবে পায়েল বা অন্যান্য যাদের বিরুদ্ধে এই মানহানির মামলা তাদের বা তাদের আইনজীবীদের কাউকেই এদিন দেখা যায়নি আদালতে। আগমীকাল, বুধবার ফের আদালতে এই মামলা উঠবে বলে জানা গিয়েছে।
অপরদিকে রিচার এই মামলা নিয়ে পায়েল জানান, রিচার সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। এই মামলার অর্থও বুঝতে পারছেন না তিনি। অনুরাগ কাশ্যপ তাঁকে যা যা বলেছেন তিনিও সেটাই বলেছেন। এটা তাঁর ব্যক্তিগত মতামত নয়। তাই মানহানির মামলার প্রশ্ন তুললে তিনি রিচার সঙ্গে সরাসরি কথা বলে ভুল বোঝাবুঝি মেটাবেন বলেও।মন্তব্য করেন পায়েল।
প্রসঙ্গত, এর আগে পায়েল দাবি করেন, অনুরাগ বলেছেন রিচা চাড্ডা, হুমা কুরেশির মতো অভিনেত্রীদেরও শারীরিক সম্পর্ক রয়েছে তাঁর সঙ্গে। তখনি সোশ্যাল মিডিয়ায় পায়েলকে পাঠানো আইনি নোটিসের ছবি পোস্ট করেন রিচা। তাঁর অভিযোগ, পায়েল মিথ্যে অভিযোগ আনছেন তাঁর নামে। যদিও তিনি চান অভিযোগ প্রমাণিত হলে নিগৃহীতা যেন সঠিক বিচার পান, কিন্তু কোনো মহিলা যেন নিজের ক্ষমতার অপব্যবহার না করে অন্য মহিলাদের ফাঁসাবার জন্য।
প্রসঙ্গত, পায়েল জানান, অনুরাগ নিজেই বলেছিলেন যে তাঁর ২০০র বেশি মহিলাদের সঙ্গে সম্পর্ক ছিল। বেশ গর্বের সঙ্গেই নাকি এই কথা বলেন তিনি। পায়েলের কথায়, “এমন নয় যে উনি এই কথা গুলো লুকিয়ে রাখতে চাইছিলেন। বরং আমাকে ওনার কথা বিশ্বাস করানোর চেষ্টা করছিলেন উনি।”
পায়েল জানান যে প্রথমে যখন তিনি অনুরাগ কাশ্যপের বাড়ি যান তখন তাঁর সবকিছু স্বাভাবিকই লেগেছিল। একসঙ্গে বসে খাবারও খেয়েছিলেন তাঁরা। দ্বিতীয় দিন বাড়িতে ডেকে অন্য একটি ঘরে পায়েলকে নিয়ে যান পরিচালক।
অভিনেত্রী বলেন, “সেখানে অনেক ভিডিও ক্যাসেট রাখা ছিল। একটি ফিল্ম চালিয়ে অদ্ভূত আচরণ শুরু করেন তিনি। আমার অস্বস্তি লাগতে আমি সেখান থেকে উঠে চলে যাই। তখন উনি বলেন এর আগে আমি যাদেরই লঞ্চ করেছি তারা সবাই খুব কুল ছিলেন। তখনই রিচা চাড্ডা ও হুমা কুরেশির নাম করেন তিনি।”