মা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের নায়িকা, অভিনয় থেকে দূরে শুরু করলেন নতুন জীবন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের (prosenjit chatterjee) নায়িকা রিচা গঙ্গোপাধ‍্যায় (richa gangopadhyay)। ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়ায় সদ‍্যোজাত সন্তানের ছবি শেয়ার করে সুখবর দিয়েছেন রিচা। মা ছেলেকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

গত ২৭ মে রিচার কোল আলো করে এসেছে তাঁর পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন লুকা শান ল‍্যাঞ্জেলা। হ‍্যাঁ, এক প্রাক্তন মার্কিন আর্মি অফিসারকে বিয়ে করে মার্কিন মুলুকে সংসার পেতেছেন তিনি। বিদেশে গিয়ে এমবিএ পড়াকালীন আলাপ হয় দুজনের। সহপাঠী ছিলেন তাঁরা। তারপর পাঁচ বছরের প্রেম শেষে দু বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রিচা ও জো ল‍্যাঞ্জেলা।


চলতি বছরের ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে ছিলেন রিচা। সম্ভাব‍্য ডেলিভারির সময় জুন হলেও কিছুদিন পিছিয়ে মে মাসে মা হলেন তিনি। এখন অবশ‍্য অভিনয় থেকে শতহস্ত দূরে রয়েছেন রিচা। মার্কিন মুলুকে সাজানো সংসারে স্বামী সন্তানকে নিয়ে সময় কাটছে তাঁর।

https://www.instagram.com/p/CPtvvgZHtCw/?utm_medium=copy_link

সদ‍্যোজাতর ছবি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেছেন রিচা। তিনি জানিয়েছেন, লুকাকে একেবারে তার বাবার মতোই দেখতে হলেও তার নাক ও চুল মায়ের মতো। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বামী জো কেও ধন‍্যবাদ দিয়েছেন রিচা।

https://www.instagram.com/p/CFMBnT-HhlC/?utm_medium=copy_link


মূলত দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই অভিনয় করতে দেখা গিয়েছিল রিচাকে। বেশ কয়েকটি সুপারহিট তামিল ও তেলুগু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ২০১২ সালে ‘বিক্রম সিংহ: দ‍্য লায়ন ইজ ব‍্যাক’ ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়ের নায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন রিচা গঙ্গোপাধ‍্যায়।

X