রিচা ঘোষের বিশ্বরেকর্ড! তা সত্ত্বেও লজ্জার হার ভারতীয় মহিলা দলের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মঙ্গলবার ভারতীয় মহিলা দলের উইকেটরক্ষক ব্যাটার রিচা ঘোষ মহিলাদের ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম অর্ধশতরান গড়ার রেকর্ড করেছেন৷ কুইন্সটাউনের জন ডেভিস ওভালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে-তে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

কিন্তু তা সত্ত্বেও লজ্জার হারের মুখোমুখি হতে হয় ভারতকে। ভারতীয় দল বৃষ্টি-বিঘ্নিত চতুর্থ ওয়ান ডে-তে ৬৩ রানে হেরেছে। বৃষ্টির কারণে বেশ কিছুটা সময় নষ্ট হওয়ায় ম্যাচ হয়ে দাঁড়ায় ২০ ওভারের। সেই ২০ ওভারে ১৯১ রান তোলে ভারত। জয়ের জন্য বিশাল ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারত রিচার দুর্দান্ত অর্ধশতরান সত্ত্বেও ১৭.৫ ওভারে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায়। মিতালী রাজ এবং রিচা ছাড়া অন্য কোনও ক্রিকেটার কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

richa ghosh mitali raj

রিচা মাত্র ২৬ বলে ৪টি চার ও ৪টি ছয়ের সাহায্যে অর্ধশতরান করেন। তিনি ২৯ বলে ৫২ রানের ইনিংস খেলে বিদায় নেন। রিচা, ভেদা কৃষ্ণমূর্তির রেকর্ড ভেঙেছেন, যিনি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে কিম্বার্লিতে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিরুদ্ধে একটি ওডিআই ম্যাচে ৩২ বলে তার অর্ধশতরানে পৌঁছেছিলেন।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ১৯১/৫ (অ্যামেলিয়া কের ৬৮, সুজি বেটস ৪১; রেণুকা সিং ২/৩৩)
ভারত ১২৮ অলআউট (রিচা ঘোষ ৫২, মিতালি রাজ ৩০; হেইলি জেনসেন ৩/৩২)


Reetabrata Deb

সম্পর্কিত খবর