IPL-এ দামের হিসাবে ঋদ্ধিমানকে ছুঁয়ে ফেললেন রিচা! বাবা, মা-কে দিতে চান এই বিশেষ উপহার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ (Under 19 T20 World Cup) জয় এবং গতকাল পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) দুর্দান্ত ব্যাটিংয়ের ফল হাতেনাতে পেলেন রিচা ঘোষ (Richa Ghosh)। ভারতীয় জাতীয় দলের (Team India) বঙ্গ উইকেট রক্ষককে দলে নেওয়ার জন্য রীতিমতো লড়াই চলেছে ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত বাজি মেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। ১ কোটি ৯০ লক্ষ টাকার বিনিময়ে শিলিগুড়ির মেয়েটিকে দলে নিয়েছে তারা।

শিলিগুড়ির আরেক তারকা ক্রিকেটার হলেন ঋদ্ধিমান সাহা, যিনি দীর্ঘদিন ভারতের হয়ে বৃহত্তম ফরম্যাটে মাঠে নেমেছেন। বঙ্গ উইকেট রক্ষক এখন নিজেকে ক্যারিয়ারের শেষ প্রান্তে এবং আইপিএলে গুজরাট টাইটান্স দলের হয়ে গেলেন তিনি। তাকে আইপিএলের মেগা অকশনে দলে নিয়েছিল গুজরাটে এবং অনেকেই শুনলে আশ্চর্য হবেন যে তারও দাম উঠেছিল ১ কোটি ৯০ লক্ষ টাকা। কোথাও গিয়ে জাতীয় দলের হয়ে খেলা দুই বঙ্গ উইকেট রক্ষক যেন একই সরণিতে চলে গেলেন।

যদিও ঋদ্ধিমান সাহার জাতীয় দলের হয়ে কেরিয়ার খুব একটা জমকালো হয়নি, কারণ তিনি ছিলেন মহেন্দ্র সিংহ ধোনির সমসাময়িক। রিচার সেই সমস্যা নেই। এই মুহূর্তে তার বয়স ১৯ পেরোয়নি। কিন্তু ভারতের জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেট দলে তিনি দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে খেলছেন। সম্প্রতি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন। উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে তার সামনে।

টি-টোয়েন্টি সিনিয়র বিশ্বকাপে অংশগ্রহণ করতে এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন রিচা। টুর্নামেন্টের প্রথম ম্যাচে তার ব্যাটে ভর করেই পাকিস্তানকে এক ওভার বাকি থাকতে সাত উইকেটে হারাতে পেরেছে ভারতীয় দল। তারপরের দিনই আইপিএল অকশন এ তাকে নিয়ে রীতিমতো লড়াই চলেছে দিল্লি ক্যাপিটালস ও আরসিবির মধ্যে। দিল্লিতে গেলে নিজের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের এক বাঙালি সতীর্থ তিতাস সাঁধুর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারতেন তিনি। তবে এখন স্মৃতি মান্ধানা, এলিসা পেরিদের মতো তারকার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করবেন তিনি।

richa family

বাঙালি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দর পেয়েছেন রিচাই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ম্যাচের সেরা হওয়া তিতাস সাঁধু দাম পেয়েছেন ২৫ লক্ষ। তবে রিচা এই বিশাল অঙ্কের টাকা দিয়ে কি করবেন? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন বঙ্গ উইকেট রক্ষক। জানিয়েছেন নিজের পরিবারকে কলকাতায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে দেওয়া তার লক্ষ্য। যে বিশাল অংকের টাকা তিনি পেয়েছেন তাতে এমনটা সম্ভব করা এখন কঠিন কিছু নয় তার পক্ষে।

Reetabrata Deb

সম্পর্কিত খবর