বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ফের একবার অসাধারণ শতরান করলেন বিরাট কোহলি (Virat Kohli)। বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) আজ নিজের দ্বিতীয় শতরান পেলেন চেজ মাস্টার। শেষ দিকে কোহলির শতরানের জন্য লোকেশ রাহুল (KL Rahul) নিজের অর্ধশতরানের মায়া ছেড়ে দেন। তাই শেষ ২০-৩০ রান বাকি থাকা অবস্থায় শুধুমাত্র বিরাট কোহলি নিজেই সকল রান করেন এবং আট ওভার বাকি থাকতেই ভারতীয় দলকে (Indian Cricket Team) জয় এনে দেন।
তবে শুধুমাত্র লোকের রাহুলই এমন ব্যক্তি নন যার অবদান রয়েছে কোহলির এই শতরানের পেছনে। রিচার্ড কেটেলবরো (RICHARD KETTLEBOROUGH) একজন সুপরিচিত আম্পায়ার ক্রিকেটমহলে। গত এক দশকে রিচার্ড ভারতের প্রায় সব আইসিসি টুর্নামেন্টের নকআউট হারেই হয় মাঠে বা তৃতীয় আম্পায়ার হিসাবে দায়িত্বে ছিলেন। মূলত সেই কারণেই ভারতীয় ক্রিকেট দলের বিরোধী দেশগুলি, যেমন বাংলাদেশ ও পাকিস্তান তাকে ও তার সিদ্ধান্তগুলিকে অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে থাকে।
কিন্তু আজকে তিনি যা করলেন তারপর হয়তো ভারতের দুই প্রতিবেশী দেশের ভক্তদের কাছে চক্ষুশূল হয়ে যাবেন। আজ ইচ্ছাকৃতভাবে বিরাটের শতরান আটকানোর উদ্দেশ্য নিয়ে ৪২ তম ওভারের প্রথম বলটি ওয়াইড করেছিলেন নাসুম আহমেদ। কোহলি দৃশ্যতই হতাশ হয়ে গিয়েছিলেন এমন মনোভাব দেখে। কিন্তু আম্পায়ার কেটেলবরো বোলারের উদ্দেশ্য বুঝে ডেলিভারিটিকে ওয়াইড বলে ঘোষণা করেন না।
After this decision, One must forgive Richard Kettleborough for every bad decision he gave against Virat Kohli !!
— Gss🇮🇳 (@Gss_Views) October 19, 2023
সিদ্ধান্ত খালি চোখে দেখতে গেলে যেন বাংলাদেশের প্রতি পক্ষপাতদুষ্ট সিদ্ধান্ত। কিন্তু যারা ব্যাপারটি একটু খুটিয়ে দেখেছেন তারা খুব ভালো করেই জানেন যে বিরাট কোহলি যাতে নিজের শতরানকে সম্পূর্ণ করতে পারেন বা কোন রকম অসৎ মনোভাব নিয়ে তাকে যাতে রুখে দেওয়া সম্ভব না হয় সেই উদ্দেশ্য নিয়েই এমন কাজটি করেছেন এই জনপ্রিয় আম্পায়ার। এবার তার ওপর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে এই ঘটনার প্রভাব পড়ে কিনা সেটা দেখার।
আরও পড়ুন: বিশ্বকাপে নতুন রেকর্ড, হরিয়ানা হ্যারিকেন কপিলকে টপকে গেলেন হিটম্যান রোহিত!
ইতিমধ্যেই আইসিসির (ICC) বিরুদ্ধে ভারতের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলতে শুরু করেও দিয়েছে বাংলাদেশে সমর্থকরা। কেন ওয়াইড হওয়া সত্ত্বেও ওয়াইড দিলেন না আম্পায়ার কেটেলবরো সেই নিয়ে প্রশ্ন উঠছে। কোহলিকে সেঞ্চুরি করতে দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এটা করেছেন তিনি, এমন বক্তব্যও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।