বাংলাহান্ট ডেস্ক : গোটা বিশ্বে অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এশিয়া (Asia) মহাদেশ। এই মহাদেশের বেশ কিছু ধনী ব্যক্তি রয়েছেন যাদের সাম্রাজ্য গোটা বিশ্ব জুড়ে ছড়িয়েছে।টেলিকমিউনিকেশন থেকে শুরু করে রিয়েল এস্টেট, ই কমার্স ইত্যাদি ক্ষেত্রে এই এশিয়ান শিল্পপতিরা নিজেদের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন।
আজ আমরা এশিয়ার (Asia) সবথেকে ধনী ১০ ব্যক্তি সম্পর্কে জেনে নেব এই প্রতিবেদনে।
এই বছর এশিয়ার (Asia) সবথেকে ধনী ব্যক্তি হলেন ভারতের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। রিলায়েন্স কর্ণধারের সম্পদের পরিমাণ 113.5 বিলিয়ন ডলার। রিলায়েন্সের অধীনস্থ জিও মোবাইল সার্ভিস আজ তৈরি করে ফেলেছে 470.29 মিলিয়নেরও বেশি গ্রাহকের পরিধি। আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি।
আরোও পড়ুন : এইগুলিই ভারতের প্রাচীন রেল স্টেশন! তালিকায় উঠল বাংলার নাম, হাওড়া নাকি শিয়ালদা?
গৌতম আদানির (Goutam Adani) সম্পদের পরিমাণ 85.7 বিলিয়ন ডলার। আদানি গ্রুপ বন্দর, বিমানবন্দর, শক্তি এবং টেকনোলজি ক্ষেত্রে বিশেষ ছাপ রেখেছে।ইন্দোনেশিয়ার পিটি বারিটো প্যাসিফিক এশিয়ার তৃতীয় ধনী ব্যক্তি। তাঁর সম্পদের পরিমাণ 61.8 বিলিয়ন ডলার। কাঠের ব্যবসা দিয়ে জীবন শুরু করা পিটি পেট্রোকেমিক্যাল, প্লাস্টিক, খনন এবং তাপ শক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আরোও পড়ুন : এক্কেবারে ডিরেক্ট ট্রেন! কলকাতা থেকে স্যাট করে চলে যান দীঘায়, রেলের উদ্যোগে উচ্ছ্বসিত আমজনতা
59.3 বিলিয়ন ডলার সম্পদ নিয়ে এশিয়ার চতুর্থ ধনী ব্যক্তি চীনের ঝং শানশান। বোতলজাত পানীয় নংফু স্প্রিং-এর প্রতিষ্ঠাতা ঝং শানশান বায়োলজিক্যাল ফার্মেসির উপরও গুরুত্বপূর্ণ ছাপ রেখেছেন। PDD হোল্ডিংসের প্রতিষ্ঠাতা চীনের কলিন হুয়াং এশিয়ার পঞ্চম ধনী ব্যক্তি। 50.7 বিলিয়ন ডলার সম্পদের অধিকারী কলিন ই-কমার্স ব্যবসায় অত্যন্ত সফল।
এছাড়াও এশিয়ার (Asia) সেরা ১০ ধনীর তালিকায় ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছেন যথাক্রমে- চীনের (China) ঝাং ইমিং, ভারত (India) থেকে সাবিত্রী জিন্দাল ও পরিবার, এরপর চীনের মাচীন হুয়াতেং , জাপানের তাদাশি ইয়ানাই এবং পরিবার এবং দশম অবস্থানে আছেন হংকং থেকে লি কা-শিং।