বাংলা হান্ট ডেস্কঃ ভারতের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের চারটি ইনিংসেই ব্যাট হাতে হতাশ করেছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ (Stive Smith)। ভারতীয় বোলারদের রণনীতির সামনে বারবার নত হতে হয়েছে স্মিথকে। তবে স্মিথ খারাপ পারফরম্যান্স করলেও স্মিথের পাশেই দাঁড়াচ্ছেন অসি অধিনায়ক টিম পেইন। এইদিন টিম পেইন বলেছেন, “স্টিভ স্মিথ এবং মার্কোস ল্যাবুসনে আমাদের দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। অতীতেও বিপক্ষ দল বারবার এই দুজনের উইকেট লক্ষ্য করে আক্রমণ করেছে। তবে সেই সমস্ত আক্রমণ ব্যাট হাতে ভেসে দিয়েছে স্মিথ।”
এছাড়াও টিম পেইন বলেন, “আমাদের বাকি ব্যাটসম্যানদেরও ভালোভাবে ব্যাটিং করতে হবে। কে আউট হয়েছে সেটা না ভেবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। নির্বাচকরা বিকল্প ক্রিকেটারের খোঁজ চালাতেই পারেন, তবে আমার মনে হয় অস্ট্রেলিয়ার সেরা ক্রিকেটাররাই এই মুহূর্তে দলে রয়েছেন।”
আর অস্ট্রেলিয়া দলের এই মনোভাবকেই কটাক্ষ করেছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেছেন, “অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের আউট হওয়ার ভয় পাচ্ছে। অ্যাডিলেডে 191, এবং মেলবোর্নে 195 ও 200 এটা কখনোই টেস্ট ম্যাচের ব্যাটিং হতে পারে না। আমি এটা ভেবে অবাক হচ্ছি ভারতীয় বোলারদের সামনে রান পেতে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা আর কত সময় নেবে।”