সুস্থ না হলেও IPL-এ দিল্লি ক্যাপিটালস শিবিরে পন্থকে চাইছেন পন্টিং! জানালেন আসল কারণ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত ডিসেম্বরের ৩০ তারিখে দিল্লি থেকে একা ড্রাইভ করে বাড়ি ফেরার সময় বিরাট গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হয়েছিলেন ভারতীয় উইকেটরক্ষক রিশভ পন্থ (Rishabh Pant)। তারপর থেকেই চিকিৎসার জন্য হাসপাতালে রয়েছেন তিনি। তার পায়ের তিনটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে কিন্তু বেশ কিছুদিন পন্থকে মাঠের বাইরেই কাটাতে হবে।

এই দুর্ঘটনের কারণে রিশভ পন্থ কমপক্ষে ৬ মাস মাঠের বাইরে থাকবেন। তারপরেও কবে তাকে মাঠে দেখা যাবে, সেই নিয়ে নিশ্চিত খবর এখনো কেউই দিতে পারছে না? কিছুদিন আগে রিশভ নিজেই নিজের শারীরিক অবস্থা সম্পর্কে টুইট করেছিলেন কিন্তু সেখানেও কোন স্পষ্ট উত্তর পাওয়া যায়নি এই নিয়ে, যে তিনি কবে মাঠে ফিরবেন।

কিছুদিন আগে দিল্লি ক্যাপিটালসের নতুন নিযুক্ত হওয়া ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চিত করে দিয়েছিলেন যে আইপিএলে তারকা উইকেট রক্ষককে পাওয়া যাবে না। এবার রিসব প্রান্তের অনুপস্থিতি নিয়ে মুখ খুললেন দিল্লি ক্যাপিটালস কোচ রিকি পন্টিং। তার মতো ক্রিকেটারকে না পাওয়া একটা বড় ধাক্কা বলে স্বীকার করে নিয়েছেন পন্টার।

rishabh pant fined

পন্টিং এই প্রসঙ্গে বলেছেন, “এটা খুবই ভয়াবহ খবর ছিল আমাদের জন্য। আমি ওকে (পন্থ) অত্যন্ত পছন্দ করি। দুদিন আগে ওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমি ওকে শুভকামনা জানিয়েছি। ওর মতো ক্রিকেটার সচরাচর দেখা যায় না। সবাই প্রথমে ভেবেছিল যে ও হয়তো শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটে সফল হবে। কিন্তু ও সবাইকে ভুল প্রমাণ করে টেস্ট ফরম্যাটেও অত্যন্ত সফল হয়েছে।”

তিনি আরও যোগ করেছেন, “মার্চ মাসের মাঝামাঝি গোটা দিল্লি ক্যাপিটালস দল একত্রিত হবে। আমি ওকে বলেছি যদি ওর পক্ষে সম্ভব হয় এবং ও সুস্থ হয়ে ওঠে তাহলে মাঠে না নামতে পারলেও ও যেন ড্রেসিংরুমে আমাদের পাশে এসে উপস্থিত হয়। ও একজন স্বভাবজাত নেতা। ওর উপস্থিতি ড্রেসিংরুমের পরিবেশ পাল্টে দেবে।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর