রিকি দ‍্য রকস্টারই আসলে সিদ্ধার্থ! গার্লফ্রেন্ডের এন্ট্রি হতেই প্রকাশ‍্যে আসল সত‍্যি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন নতুন টুইস্ট আসছে ‘মিঠাই’তে (Mithai)। সিদ্ধার্থর আচমকা দুর্ঘটনার প্রোমো প্রকাশ‍্যে আসার পর থেকেই উত্তেজনা বেড়েছিল দর্শকদের। অনেকেই ভেবে ফেলেছিলেন, অন‍্য পাঁচটা সিরিয়ালের মতো এখানেও সিড মরে গিয়ে আবার বেঁচে ফিরে আসবে। আবার অনেকে মনে করেছিলেন, সিডের হয়তো স্মৃতিশক্তি হারিয়ে যাবে।

কিন্তু দেখা গেল আসল ঘটনাটা অন‍্য।
মোদক পরিবারের কেউই যে তাদের ব‍্যবসার শত্রু একথা সিড বুঝতে পেরেই এক পরিকল্পনা ছকে ফেলে। মিঠাইকে সে আশ্বাস দেয়, যদি কোনো দুর্ঘটনার কথা শোনে তাহলে যেন উতলা না হয়ে পড়ে। দোষীদের মুখোশ খুলে দিয়ে উচ্ছেবাবু মিঠাইয়ের কাছে ঠিক ফিরবে।


এরপরেই সেই বিরাট দুর্ঘটনা। সিডের দুর্ঘটনার পর গাড়ি আর মোবাইল উদ্ধার হলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সকলে আশা এক রকম ছেড়েই দিলেও মিঠাই এখনো বিশ্বাস করে আছে উচ্ছেবাবুর বলা শেষ কথাগুলো।

এর মধ‍্যেই রিকি দ‍্য রকস্টারের এনট্রি। তাকে দেখতে এক্কেবারে সিডের মতোই। শুধু তার পছন্দের গানগুলো অন‍্য রকম। কিন্তু মিঠাইকে আটকানো যায়নি। তবে রিকির বিশেষ কিছু হাবভাব দেখে এখন মিঠাইয়ের পাশাপাশি মোদক পরিবারের বাকিরাও বিশ্বাস করতে শুরু করেছে এটাই তাদের সিড।

এর মধ‍্যেই আবারো টুইস্ট। ওমি আগরওয়ালের পার্টিতে হঠাৎ করেই এসে হাজির এক মেয়ে, অ্যাঞ্জি। নিজেকে রিকির গার্লফ্রেন্ড বলে পরিচয় দিয়ে তাকে সঙ্গে করে নিজের ফ্ল‍্যাটে নিয়ে গিয়ে ওঠে সে। মিঠাইয়ের চোখ ছলছল। এদিকে অদ্ভূত ভাবে অ্যাঞ্জির আগমনে রিকি যেন অস্বস্তিতে। বারবার মিঠাইয়ের মুখের দিকে তাকিয়ে যেন কিছু একটা বলতে চেয়েও বলতে পারছে না সে।


আসল চমকটা আসে এরপরেই। অ্যাঞ্জির সঙ্গে যেতে যেতেই মনে মনে রিকি বলে ওঠে, এখনো অপেক্ষা করতে হবে মিঠাই রাণী। কে ষড়যন্ত্রটা করেছে সেটা না জানা পর্যন্ত নিজের আসল পরিচয় সামনে আনতে পারছে না সে। অর্থাৎ, মিঠাইয়ের অনুমানই সত‍্যি। রিকি দ‍্য রকস্টারই আসলে উচ্ছেবাবু।

দুর্ঘটনার পর অ্যাঞ্জি ও তার পরিবার সিডকে উদ্ধার করে প্রাণ বাঁচায় এবং রিকি দ‍্য রকস্টার হয়ে ওঠার পরিকল্পনায় সাহায‍্য করে। কিন্তু মনে মনে অন‍্য ফন্দি আঁটছে অ‍্যাঞ্জি। মিঠাইয়ের প্রতি রিকি ওরফে সিডের ভালবাসা দেখে রীতিমতো জ্বলছে সে। রিকি শুধুই তার, মিঠাইয়ের কাছে আর ফিরতে দেবে না তাকে, এমনি পরিকল্পনা অ্যাঞ্জির। উপর্যুপরি বিপদ সামলে এবার মিঠাই সিড এক হবে কীকরে সেটাই দেখার।

X