ট্রোল হয় হোক, দরকারে রণবীরের মতো নগ্ন হতে রাজি, বললেন ঋদ্ধি সেন

বাংলাহান্ট ডেস্ক: নগ্ন হয়ে মানুষের চোখ খুলে দিয়েছেন রণবীর সিং (Ranveer Singh)। এতদিন তাঁর পোশাক পছন্দ, ফ‍্যাশন সেন্স নিয়ে যত ট্রোল হয়েছে সব যেন এক নিমেষে ছুমন্তর! বদলে এখন একরাশ মুগ্ধতা। শরীরে একটা সুতোও নেই, তবুও কত অনায়াস রণবীর। যদিও অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী প্রশ্ন তুলেছেন, রণবীর যদি মহিলা হতেন তাহলেও প্রশংসা আসত তো?

অবশ‍্য শুধু মহিলা নয়, এই শহরেই কিছুদিন আগে পুরুষ হয়েও পোশাকহীনতা নিয়ে কটাক্ষ শুনেছেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। তাঁদের নাটকের গ্রুপ ‘স্বপ্নসন্ধানী’ আয়োজিত ‘হ‍্যামলেট’ নাটকের জন‍্য বিশেষ পোশাকে সাজতে হয়েছিল ঋদ্ধিকে। সেই ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। উড়ে এসেছিল কটাক্ষ বাণ।

Ranveer Singh 4
অথচ রণবীর সম্পূর্ণ নগ্ন হয়েও প্রশংসা কুড়াচ্ছেন। মানুষের দ্বিচারিতা দেখেও অবশ‍্য রণবীরে মুগ্ধ ঋদ্ধি। বিশেষ করে সাক্ষাৎকারে মনের নগ্নতা নিয়ে বলা বলিউড অভিনেতার কথাগুলো বেশি মনে ধরেছে তাঁর। সেই সঙ্গে স‌ংবাদ মাধ‍্যমকে জানিয়েছেন, দরকার পড়লে তিনিও রণবীরের মতোই নিরাবরণ হবেন।

বলিউড অভিনেতার মতোই ঋদ্ধির স্পষ্ট কথা, নগ্নতা নিয়ে সমাজের সমস‍্যা রয়েছে। একই কারণে যৌনতা নিয়েও খোলামেলা ভাবে আলোচনা হয় না। পোশাক সরলে রণবীর আর তাঁর মধ‍্যে পার্থক‍্য নেই। রণবীর যদি সাহস দেখাতে পারেন তবে তিনি কেন নয়?

https://www.instagram.com/p/CfMdBLBvfQ-/?igshid=YmMyMTA2M2Y=

এক নামী ম‍্যাগাজিন কভারের জন‍্য ফটোশুট করেছেন রণবীর। দুটি ছবিতে অন্তর্বাস পরে পোজ দিয়েছেন তিনি। আর অন‍্য দুটি ছবিতে অভিনেতা সম্পূর্ণ নগ্ন। অভিনেতার দাবি, শারীরিক ভাবে নগ্ন হওয়া তাঁর কাছে কোনো বড় ব‍্যাপারই নয়।

বরং তিনি এমন অনেক চরিত্র করেছেন যেখানে তাঁকে মানসিক ভাবে নগ্ন হতে হয়েছে। দর্শকরা তাঁর অন্তরস্থল পর্যন্ত দেখতে পেয়েছেন। রণবীরের মতে সেটাই আসল নগ্নতা। তিনি জোর গলায় দাবি করেন, হাজার জন মানুষের সামনেও তিনি নগ্ন হতে পারেন। তাঁর কোনো সমস‍্যা নেই। কিন্তু অন‍্যরা অস্বস্তিতে পড়েন।

Niranjana Nag

সম্পর্কিত খবর