বাংলাহান্ট ডেস্ক: ছেলের পরিচালনায় এবার বাবা অভিনয় করতে চলেছেন ছবিতে। আর এটা ঘটছে টলিউডেই। হ্যাঁ ঠিকই পড়েছেন। এর আগে বহু ছবিতে বাবার পরিচালনায় ছেলে কাজ করলেও এবার ঘটতে চলেছে উলটোটা। পরিচালকের ভূমিকায় দেখা যাবে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ঋদ্ধি সেনকে এবং তাঁর পরিচালনায় অভিনয় করবেন বাবা কৌশিক সেন। এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে ঋদ্ধির।
ভবিষ্যতের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এই ছবি। ২০২৫ সালের গল্প তুলে ধরা হবে ছবিতে। তবে এখনই পূর্ণদৈর্ঘ্য নয়, বরং শর্ট ফিল্ম নিয়েই কাজ শুরু করতে চান ঋদ্ধি। এই প্রোজেক্টে তাঁর সঙ্গে রয়েছেন অনিরুদ্ধ দাশগুপ্ত ও অভিনেত্রী তথা ঋদ্ধির বান্ধবী সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় রয়েছেন তিয়াস সেন। জানা গিয়েছে, তিন বছর আগেই চিত্রনাট্য তৈরির কাজ শুরু করে দিয়েছিলেন ঋদ্ধি। এতদিনে সেটা সম্পূর্ণ হয়েছে। বাবার লুকের সঙ্গে ছবির চরিত্রের মিল রয়েছে, তাই তাঁকেই ছবির জন্য মনোনীত করেছেন বলে জানান অভিনেতা।
আগামী ফেব্রুয়ারি মাস থেকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে ঋদ্ধির। রাজারহাট অঞ্চলে করা হবে শুটিং। আসলে বাবা-মা দুজনেই চলচ্চিত্র জগতের হওয়ার সুবাদে ছোট থেকেই ফিল্মের প্রতি ভাললাগা তৈরি হয় ঋদ্ধির। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর অভিনয় দক্ষতাও আরও পরিষ্ফুট হয়েছে। যার ফল জাতীয় পুরস্কার প্রাপ্তি।
এই মুহূর্তে ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘বিসমিল্লা’ ছবির জন্য তৈরি করছেন নিজেকে। চরিত্রের প্রয়োজনে শিখছেন বাঁশি বাজানোও। পাশাপাশি কড়া ডায়েট মেনে চলছে ওজন ঝরানো। এর মধ্যেই আবার নিজের ছবির প্রি-প্রোডাকশনের কাজও শুরু করে দিয়েছেন পুরোদমে।