বাংলা হান্ট ডেস্কঃ ইউরোপের দেশ সুইডেনকে বিশ্বের অন্যতম শান্তিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু বিগত কয়েকদিন ধরে সেখানে ভয়াবহ দাঙ্গা চলছে। গত পাঁচ দিন ধরে সুইডেনের কয়েকটি শহরে হিংসা ছড়িয়ে পড়েছে। সুইডেনে দাঙ্গা ছড়িয়েছে একটি ডানপন্থী, অভিবাসন বিরোধী গোষ্ঠী কর্তৃক কুরআন পোড়ানোর ঘোষণার কারণে।
এক ডানপন্থী ডেনিশ রাজনৈতিক নেতা দ্বারা কুরআন পুড়িয়ে ফেলার এবং তাতে “শুয়োরের মাংস” রাখার হুমকি দেওয়ায় গত কয়েকদিন ধরে সুইডেনে দাঙ্গার জন্ম দিয়েছে। মুসলিম বিরোধী এবং অতি-ডানপন্থী রাজনৈতিক দল স্ট্রম কুর্স ল্যান্ডসক্রোনা শহরে ‘কুরআন পোড়ানো’ পরিকল্পনা করেছিল, কিন্তু বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে এবং গাড়ি, টায়ার এবং আবর্জনার ক্যানে আগুন দেওয়ার পর স্ট্রম কুর্স ল্যান্ডসক্রোনা শহর বাদ দিয়ে মালমো শহরে এটি করার ঘোষণা করে।
দক্ষিণ সুইডেনে পুলিশের মুখপাত্র কিম হিল্ড বলেছেন, প্রশাসন মুসলিম বিরোধী বিক্ষোভের অনুমতি প্রত্যাহার করবে না কারণ তারা মত প্রকাশের স্বাধীনতার সীমা লঙ্ঘন করেনি। এই বিক্ষোভের পরিকল্পনার পরিপ্রেক্ষিতেই মালমো শহরে দাঙ্গা শুরু হয়। এক ডেনিশ-সুইডিশ চরমপন্থী রাসমুস পালুদান যিনি হার্ড লাইন আন্দোলনের নেতৃত্বে রয়েছেন তিনি বলেছেন যে, এর আগেও ইসলামের পবিত্রতম গ্রন্থ পুড়িয়েছেন এবং আবারও করবেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রবিবার পূর্বাঞ্চলীয় শহর নরকপিং-এ দাঙ্গাকারীদের সতর্ক করতে পুলিশ হাওয়ায় গুলি চালায়, যাতে তিনজন আহত হয়েছে। দাঙ্গায় বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং অন্তত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।