বাংলাহান্ট ডেস্ক: জি বাংলার নতুন সিরিয়াল ‘রিমলি’ (rimli) কয়েক মাস আগে শুরু হয়েই বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। গোটা দেশ যখন কৃষক আন্দোলন নিয়ে উত্তাল ঠিক সেই সময়ে গ্রামের কৃষক পরিবারগুলির সংগ্রামের কাহিনিকে পাথেয় করে পথচলা শুরু করল এই সিরিয়াল। ফসলের ন্যায্য দাম না পাওয়া, উপরন্তু মহাজনের ক্রমাগত শোষন দরিদ্র পরিবারগুলিকে কোন দুর্দশায় ঠেলে দেয় সেই চিত্রই উঠে আসছে এই সিরিয়ালে।
তবে অবশ্যই হালের বাংলা মেগা সিরিয়ালের ছোঁয়াও যথেষ্ট পরিমাণে নজরে পড়ছে ‘রিমলি’তে। সিরিয়ালের নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ইধিকা পাল (idhika paul)। এটাই তাঁর প্রথম মূল চরিত্র। কিন্তু গ্রামের মিষ্টি মেয়ে রিমলির চরিত্রে ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছেন ইধিকা।
তবে ইধিকাকে টুম্পা নামেই বেশি চেনে সিরিয়ালপ্রেমীরা। সিরিয়ালে গ্রাম্য মেয়ের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে কিন্তু যথেষ্ট আধুনিক ইধিকা। সোশ্যাল মিডিয়ায় ১৭ হাজারের বেশি ফলোয়ার রয়েছে তাঁর। তবে নিজের ব্যক্তিগত জীবনেথ ছবির থেকে বেশি সিরিয়ালের সেটের ছবি শেয়ার করেন তিনি।
সম্প্রতি ইধিকার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বেশ গোমড়া মুখেই দেখা গিয়েছে ইধিকাকে। ব্যাকগ্রাউন্ডে নানা রকম হাসির শব্দ শোনা যাচ্ছে। কিন্তু ইধিকা যেন পণ করেছেন যাই হয়ে যাক না কেন কোনো ভাবেই তিনি হাসবেন না। ইধিকার এই ভিডিওটি শেয়ার করা হয়েছে জি বাংলার অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেলে। আর সঙ্গে সঙ্গেই তা ভাইরাল।
https://www.instagram.com/p/COQi3tWhXTS/?utm_medium=copy_link
গ্রামের এক দরিদ্র শিক্ষকের মেয়ে রিমলি। কিন্তু ভাগ্যের পরিহাসে তার মা বাবা দুজনেই তার ছোটবেলাতেই মারা যান। তারপর থেকে সে বড় হয়ে উঠেছে মামা মামির আদরে। মুরাদিডাঙার অন্যান্য মানুষ, তার মামার মতো বড় হয়ে রিমলিও কাঁধে লাঙল তুলে নেয় মাঠে সোনার ফসল ফলাবে বলে।
https://www.instagram.com/p/CLmIpqDhFhl/?utm_medium=copy_link
অপরদিকে ওই গ্রামেরই ধনী মুখার্জি পরিবারের ছোট ছেলে উদয় মুখার্জি নিজের ডকুমেন্টরি ফিল্ম তৈরির কাজে এসে পৌঁছায় মুরাদিডাঙায়। দুজনের আলাপ হয়, বন্ধুত্ব হয়, এমনকি এক সময় রিমলি ও তার পরিবারকে মোড়লের হাত থেকে রক্ষা করতে তাকে বিয়ে করতেও বাধ্য হয় উদয়। তবে জানিয়ে দেয় এই বিয়ে সে মানে না।
উদয় মুখার্জির চরিত্রে রয়েছেন অভিনেতা জন ভট্টাচার্য। ইধিকা ও জন দুজনেই পরিচিত মুখ টেলিপাড়ার। এর আগে কপালকুণ্ডলা সিরিয়ালে নবকুমারের প্রথম স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন ইধিকা। বেদের মেয়ে জ্যোৎস্না সিরিয়ালেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
View this post on Instagram