বাংলা হান্ট ডেস্ক : শনিবারই আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, রাজ্যে আরও কিছু দিন ঝড়বৃষ্টি চলবে। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ২২ তারিখ অর্থাৎ মঙ্গলবারের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এক নজরে আজকের আবহাওয়া :
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৪.৭°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৩.৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৮০%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৬%
কলকাতার আবহাওয়া : শহরের আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শুক্রবার এই তাপমাত্রা ছিল ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯২ শতাংশ।
উত্তরবঙ্গের আবহাওয়া : আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২০ মার্চ সোমবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই আবহাওয়া চলতে পারে ২১ মার্চ মঙ্গলবার পর্যন্ত। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে তারপরের তিন দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিন ও রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া : দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলাতে তুলনামূলক ভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি হতে পারে। এদিকে গাঙ্গেও পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতে আজ ঝড়বৃষটি হতে পারে। পশ্চিমবঙ্গের সব জেলার জন্যই কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আগামীকালের আবহাওয়া : আগামী ২৩ মার্চ পর্যন্ত কলকাতায় ঝড়বৃষ্টি হতে পারে। ২৪ মার্চ বৃষ্টি থামতে পারে কলকাতায়। তবে সেদিনও আকাশ আংশিক ভাবে মেঘলা থাকতে পারে। আগামিকাল ও পরশু দক্ষিণবঙ্গের সব জেলার জন্যই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এরপর আগামী ২০ এবং ২১ মার্চের জন্য আপাতত হলুদ সতর্কতা জারি করা আছে।