রিঙ্কুর পরিবারের সহায়তায় এগিয়ে এলেন বিজেপি নেতা, আর্থিক সাহায্য অভিযানে মিলল ব্যাপক সাড়া

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লীর মঙ্গলপুরী এলাকায় প্রতিবেশীর সঙ্গে বাকবিতণ্ডার জেরে রিঙ্কু নামের এক যুবককে চাকু দিয়ে বারবার আঘাত করে নৃশংস ভাবে খুন করা হয়। পুলিশ চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। মামলার তদন্তের দায়িত্ব ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। আরেকদিকে, নির্যাতিত পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য বিজেপি নেতা কপিল মিশ্রা একটি অভিযান শুরু করেছেন। জানিয়ে দিই, কপিল মিশ্রা জানিয়েছেন যে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই রিঙ্কু শর্মার পরিবারের জন্য ২৫ লক্ষ টাকা জোগাড় হয়ে গিয়েছে।

একটি ভিডিও জারি করে কপিল মিশ্রা বলেন, ‘রিঙ্কু শর্মার পরিবারকে না আমরা একা রাখব, আর না তাঁদের কমজোর হতে দেব। আমরা ওই পরিবারকে তাঁদের ছেলে ফেরত এনে দিতে পারব না। তবে পরিবারে একমাত্র আয় করা ব্যক্তির মৃত্যুর পর আমাদের পক্ষে যতটা সম্ভব হবে, ততটা সাহায্য করব। এখনও পর্যন্ত আমরা ১২ ঘণ্টায় ২৫ লক্ষ টাকা জোগাড় করে ফেলেছি।”

আরেকটি ট্যুইট করে কপিল মিশ্রা দিল্লীর অরবিন্দ কেজরীবালের সরকারকে একহাতে নিয়েছেন। কপিল মিশ্রা বলেছেন, ‘যার ছেলে আমাদের জন্য বলিদান দিয়েছে, তাঁদের আমরা কখনো কমজোর হতে দেব না। কেজরীবাল সরকার শুধু বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। একে অপরের পাশে আমাদেরই দাঁড়াতে হবে।”

বলে রাখি, দিল্লীর মঙ্গলপুরীর বাসিন্দা রিঙ্কু শর্মাকে তাঁর প্রতিবেশী মহম্মদ ইসলাম নিজের কয়েকজন বন্ধুকে নিয়ে রিঙ্কুকে মারধর করে তাঁকে একাধিকবার চাকু দিয়ে আঘাত করে প্রাণ কেড়ে নেয়। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে যে, একটি ধার্মিক অনুষ্ঠানে দুজনের মধ্যে তর্কাতর্কি হওয়ার পর রিঙ্কুর এই পরিণতি হয়েছে। আরেকদিকে পুলিশ জানিয়েছে যে, একটি জন্মদিনের পার্টিতে দুজনের মধ্যে ঝগড়া হয় আর তখন অভিযুক্ত দলবল নিয়ে রিঙ্কুর উপর হামলা চালায়।

আরেকদিকে, বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে দাবি করা হয়েছে যে, রাম মন্দির নিধি সমর্পণ অভিযানের সঙ্গে যুক্ত ছিল রিঙ্কু শর্মা। সে রাম মন্দির নির্মাণের জন্য চাঁদা তুলছিল।


Baisakhi Dutta

সম্পর্কিত খবর