বাংলা হান্ট নিউজ ডেস্কঃ প্রাথমিক বঞ্চনার পর অবশেষে গত আইপিএলে (IPL 2023) এবং গত কয়েক মরশুম ধরে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স করার সুফল পেয়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। তিনি এই মুহূর্তে বিসিসিআইয়ের দ্বারা এশিয়ান গেমসের (Asian Games 2023) ১৫ জনের ভারতীয় স্কোয়াডের (Indian Cricket Team) একজন অংশ। সেপ্টেম্বর মাসের একদম শেষে এই টুর্নামেন্টটি-তে তিনি মাঠে নামবেন রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে। তার নাম ভারতীয় স্কোয়াডে দেখে অত্যন্ত খুশি হয়েছেন ভক্তরা।
গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তিনি একের পর এক ম্যাচে দলকে টানছিলেন একক কৃতিত্বে। কিছু অসম্ভব কীর্তি করে তিনি বেশ কয়েকটি ম্যাচ জিতেছেন নাইটদের। অনেকেই বলছিলেন যে মহেন্দ্র সিংহ ধোনির পর এত ঠান্ডা মাথার ফিনিশার ভারতীয় ক্রিকেট আগে দেখেনি। তবে এখন রিঙ্কুর সামনে আসল লক্ষ্য হলো ঘরোয়া ক্রিকেট আইপিএল এবং জাতীয় দলে যতটা সুযোগ পাবেন ততটা ক্ষেত্রে এই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখা।
জাতীয় দলের সুযোগ পাওয়ার পরেই ধোনির সঙ্গে রিঙ্কুর মিলের ব্যাপারটা আবার চর্চায় উঠে এসেছে। দুজনেই খুব ঠান্ডা মাথায় যে কোন দৈর্ঘ্যের টার্গেট তাড়া করে যেতে পারেন। তাই সম্প্রতি একটি সাক্ষাতকারে রিঙ্কুর সামনে প্রশ্ন রাখা হয়েছিল যে তিনি ধোনিকে দেখে অনুপ্রাণিত হন কিনা বা ধোনির কাছ থেকে কখনো পরামর্শ চেয়েছেন কিনা।
এই প্রশ্নের জবাব দিতে গিয়ে গত আইপিএলে ধোনির সঙ্গে সাক্ষাতের সময় কি পরামর্শ নিয়েছিলেন সেই ব্যাপারে মুখ খুলেছেন কেকেআর তারকা। রিঙ্কু জানিয়েছেন যে তিনি চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের পর ধোনির সঙ্গে দেখা করে পরামর্শ চেয়েছিলেন কিভাবে নিজের খেলার আরো উন্নতি ঘটাতে পারবেন। এই প্রশ্নের উত্তরে চমকে দেওয়া জবাব দিয়েছিলেন ধোনি।
ধোনি বলেছিলেন, “তুই যা করছিস, একদম ঠিক করছিস। এভাবেই খেলতে থাক আর ধারাবাহিকতা বজায় রাখ।” ক্যাপ্টেন কুলের এই পরামর্শ শুনে আত্মবিশ্বাস বেড়েছিল রিঙ্কুর। এশিয়ান গেমসের ভারতীয় স্কোয়াডে তিনি সুযোগ পেলে একই রকম ভাবে ভারতীয় দলকে ম্যাচ জেতাতে চান বলে জানিয়েছেন।