রংবাজ রিঙ্কু, অকুতোভয় রানার কাছে, হার মানলো ধোনির CSK! IPL-এর লড়াইয়ে টিকে KKR

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএলে (IPL 2023) এই মুহূর্তে শুধুমাত্র খাতায় কলমে টিকে আছে কেকেআর (KKR)। আজ তাদের যাত্রা নিশ্চিতভাবেই শেষ হয়ে যেতো যদি দুরন্ত ফর্মে থাকা মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংস (CSK) নিজেদের ঘরের মাঠে কেকেআরকে উড়িয়ে দিতো। কিন্তু তেমনটা হলো না। এর কারণ মূলত দুইটি। প্রথমত, কেকেআর বোলারদের অসাধারণ বোলিং, দ্বিতীয় অধিনায়ক নীতিশ রানা (Nitish Rana) ও ডিপেন্ডেবল রিঙ্কু সিংয়ের (Rinku Singh) ৯৯ রানের পার্টনারশিপ।

আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিকে প্রথম থেকেই চাপে রেখেছিলেন বরুন চক্রবর্তীরা। পাওয়ার প্লে-তে ভালো শুরু করেও তারা দিশেহারা হয়ে যান কেকেআর স্পিনার বা বলা ভালো সুনীল নারায়ণদের বোলিংয়ের সামনে। পিচে একটু সাহায্য থাকলে তিনি কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন সেটা আজ আবারও প্রমাণ হলো। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনি ২ উইকেট নেন।

   

এছাড়া ২টি উইকেট নেন বরুণ চক্রবর্তী, ১টি করে উইকেট নেন বৈভব অরোরা ও শার্দূল ঠাকুর। আজ শিবম দুবে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন। তিনি এবং জাদেজা কিছুটা আগ্রাসী ব্যাটিং না করলে ১২০ রানের গন্ডিও পার করতে পারতো না চেন্নাই। আজ ধোনিও ছিলেন একেবারেই নিষ্প্রভ। একবার ইয়র্কড হলেও নো বলের কারণে বেঁচে যান। শেষপর্যন্ত ২০ ওভারে ১৪৪ রান তোলে চেন্নাই।

রান তাড়া করতে নেমে দীপক চাহার মাত্র ৩৩ রানের মধ্যে কেকেআরের টপ অর্ডারকে ছেঁটে ফেলে। যখন মনে হচ্ছিলো যে ঘরের মাঠে আরও একটা স্মরণীয় জয় এনে দিতে চলেছে ধোনির বোলাররা, তখন সিএসকের সামনে পাহাড় হয়ে দাঁড়ান রিঙ্কু সিং ও অধিনায়ক নীতিশ রানা। দুজনেই আজ অসাধারণ দায়িত্ব বোধের পরিচয় দিয়েছেন।

সিএসকে স্পিনারদের প্রাথমিকভাবে তারা কোনও সুযোগ দেননি। সেট হওয়ার পর বুদ্ধিদ্বীপ্ত শট খেলে রান কুড়িয়েছেন। মাথিসা পাথিরানাকে দ্রুত আক্রমণে এনেও সুবিধা করতে পারেননি ধোনি। দুজনেই অসাধারণ অর্ধশতরান করেন। রিঙ্কু ৪৩ বলে ৫৪ রান করে রানআউট হন। শেষ অবধি ক্রিজে থেকে ৪৪ বলে ৫৭ রান করে দলের জয় নিশ্চিত করেন রানা।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর