শুরু হতে চলেছে জীবনের নতুন ইনিংস! সাংসদ “পাত্রীর” সাথে বাগদান সারলেন রিঙ্কু

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ভারতের তারকা খেলোয়াড় রিঙ্কু সিং (Rinku Singh) সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সেরেছেন। সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে বলা হয়েছে, কিছুদিন আগেই বাগদান সম্পন্ন হয়েছে রিঙ্কুর।

প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সারলেন রিঙ্কু (Rinku Singh):

প্রসঙ্গত উল্লেখ্য যে, বিগত কয়েক বছরে রিঙ্কু (Rinku Singh) ক্রিকেটের মাঠে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছেন। KKR-এর হয়ে IPL-এ ঝড় তোলার পাশাপাশি ভারতের হয়েও দাপটের সাথে খেলেছেন এই তরুণ খেলোয়াড়। ভারতীয় দলকে একাধিক ম্যাচ জেতার ক্ষেত্রেও রিঙ্কুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে তিনি ভারতের T20 দলের একজন নিয়মিত সদস্য।

Rinku Singh got engaged.

এদিকে, রিপোর্টে বলা হয়েছে যে, শীঘ্রই তাঁদের বিবাহ সম্পন্ন হবে। জানিয়ে রাখি যে, রিঙ্কুর (Rinku Singh) বাগদত্তা প্রিয়া সরোজ মাচলি শহর থেকে লোকসভা নির্বাচনে জিতেছিলেন এবং মাত্র ২৫ বছর বয়সে সাংসদ হয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা সরোজ সুপ্রিম কোর্টের একজন আইনজীবীও।

আরও পড়ুন: ভারতের নাগরিকত্ব পেয়েছেন শেখ হাসিনা? সামনে এল বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বয়ান, শুরু হইচই

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০২৪ সালের নভেম্বরে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন রিঙ্কু (Rinku Singh)। শীঘ্রই তাঁকে ভারত ও ইংল্যান্ডের মধ্যে ৫ ম্যাচের T20 সিরিজে খেলতে দেখা যাবে। রিঙ্কু ভারতের জাতীয় দলের হয়ে ২ টি ODI-তে ৫৫ রান এবং ৩০ টি আন্তর্জাতিক T20 ম্যাচে ৫০৭ রান করেছেন।

আরও পড়ুন: ফিফা বিশ্বকাপের আগে “খুন” করা হবে ৩০ লক্ষ পথকুকুর! তীব্র নিন্দার ঝড় বিশ্বজুড়ে

এদিকে, প্রিয়া সরোজ ১৯৯৮ সালের ২৩ নভেম্বর প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন। প্রিয়া উত্তরপ্রদেশের তিনবারের সাংসদ এবং বর্তমান বিধায়ক তুফানি সরোজের মেয়ে। সরোজ সমাজবাদী পার্টির সদস্য এবং ভারতীয় রাজনীতির অন্যতম কনিষ্ঠ নেত্রী । তিনি এয়ার ফোর্স গোল্ডেন জুবিলি ইনস্টিটিউট থেকে তাঁর স্কুলিং শেষ কছেন। এরপর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি এবং অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর