সবাইকে চমকে দিলেন রিঙ্কু! হয়ে গেলেন অধিনায়ক, বছর শেষে পেলেন বিরাট দায়িত্ব

বাংলা হান্ট ডেস্ক: এবার সবাইকে চমকে দিলেন তারকা ক্রিকেটার রিঙ্কু সিং (Rinku Singh)। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, তাঁকে একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। আর এই খবরটি সামনে আসার পরেই ক্রিকেট অনুরাগীরা অত্যন্ত খুশি হয়েছেন। জানিয়ে রাখি যে, আগামী ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া ভারতের টপ লিস্ট-এ টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে রিঙ্কুকে উত্তরপ্রদেশ দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে। এই টুর্নামেন্টের জন্য, উত্তরপ্রদেশ ১৯ জন খেলোয়াড়ের একটি বড় দল ঘোষণা করেছে। যার অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে মিডল অর্ডার ব্যাটার রিঙ্কুকে।

রিঙ্কু (Rinku Singh) হলেন অধিনায়ক:

বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশের অধিনায়কত্ব করবেন রিঙ্কু: প্রসঙ্গত উল্লেখ্য যে, উত্তরপ্রদেশ ক্রিকেটে প্রতিটি টুর্নামেন্টের আগে কিছু পরিবর্তন অবশ্যই দেখা যায়। এবারেও তার ব্যতিক্রম ঘটেন। রঞ্জি ট্রফিতে, তরুণ খেলোয়াড় আরিয়ান জুয়ালকে দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল। এদিকে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে, অভিজ্ঞ খেলোয়াড় ভুবনেশ্বর কুমারকে দলের অধিনায়ক করা হয়েছিল। ভুবনেশ্বরের নেতৃত্বে দল কোয়ার্টার ফাইনালেও পৌঁছেছিল। এখন আবার টুর্নামেন্টের ODI ফরম্যাটে পরিবর্তন এসেছে এবং রিঙ্কু সিংকে (Rinku Singh) অধিনায়ক করা হয়েছে।

জানিয়ে রাখি যে, এই টুর্নামেন্টে উত্তরপ্রদেশকে তার সমস্ত লিগ ম্যাচ অন্ধ্রপ্রদেশে খেলতে হবে। প্রথম দিনেই তারা মুখোমুখি হবে জম্মু-কাশ্মীরের। এরপরে তারা আগামী ২৩ ডিসেম্বর মিজোরাম এবং তারপর ২৬ ডিসেম্বর শক্তিশালী তামিলনাড়ুর মুখোমুখি হবে। এরপরে তারা ১৮ তারিখে ছত্তিশগড়, ৩১ তারিখে চণ্ডীগড় এবং ৩ জানুয়ারি বিদর্ভের মুখোমুখি হবে।

আরও পড়ুন: তৃতীয় টেস্টে বড়সড় দুঃসংবাদ! গুরুতর চোটের সম্মুখীন এই তারকা খেলোয়াড়, নিয়ে যাওয়া হল হাসপাতালে

এদিকে, ৩১ বছর বয়সী ফাস্ট বোলার অঙ্কিত রাজপুত এই টুর্নামেন্টের জন্য স্ট্যান্ডবাই খেলোয়াড়দের তালিকায় অন্তর্ভুক্ত ছিলেন। সম্ভবত এতেই মনক্ষুণ্ণ হয়ে গত সোমবার রাতে অবসরের ঘোষণা করেন তিনি। অঙ্কিত এই মরশুমে মাত্র দু’টি রঞ্জি ট্রফি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। যেখানে তিনি কোনও উইকেট নিতে পারেননি।

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান ঘটিয়ে চমকে দিল রেল! এবার মাত্র ১৩ ঘন্টায় পৌঁছনো যাবে ভূস্বর্গে, কবে থেকে শুরু পরিষেবা?

বিজয় হাজারে ট্রফির জন্য উত্তরপ্রদেশের দল: রিঙ্কু সিং (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার, মাধব কৌশিক, করণ শর্মা, প্রিয়ম গর্গ, নীতীশ রানা, অভিষেক গোস্বামী, অক্ষদীপ নাথ, আরিয়ান জুয়াল, আরাধ্যা যাদব, সৌরভ কুমার, কৃত্যাগ্য কুমার সিং, বিপ্রজ নিগম, মহসিন খান, শিবম মাভি, আকিব খান, অটল বিহারী রাই, কার্তিকেয় জয়সওয়াল এবং বিনীত পানওয়ার।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর