ভারতীয় দলে রিঙ্কুর অভিষেক পাকা হয়ে গেল! ঠিক এই দিনে নীল জার্সিতে মাঠে নামবেন KKR তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ নিশ্চিত হয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final) পর ভারতীয় দলের (Team India) পরবর্তী লক্ষ্য। দেশের মাটিতেই ভারতীয় দল আফগানিস্তানের বিরুদ্ধে (India vs Afganistan) একটি ওডিআই সিরিজ খেলবে। আফগানিস্তান গত কয়েক বছর ধরে প্রভূত উন্নতি করেছে ক্রিকেটের মঞ্চে। আইপিএলে (IPL 2023) এক ঝাঁক আফগান ক্রিকেটার প্রায় রোজই মাঠে নেমেছেন বিভিন্ন দলের হয়ে। যদিও ভারতীয় দলে এই সিরিজে সিনিয়র তারকা ক্রিকেটারদের বিশ্রাম দেবেন। ফলে সম্ভবত ভারতের জার্সিতে ডেবিউ করার সুযোগ চলে আসবে রিঙ্কু সিং-এর (Rinku Singh) মতো তারকা ক্রিকেটারদের সামনে।

এখনো পর্যন্ত পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে যে ভারত বনাম আফগানিস্তান এই ওডিআই সিরিজ আয়োজিত হতে চলেছে ২৩ শে জুন থেকে। বিসিসিআই-তে কর্মরত এক সূত্র মারফত এই তথ্য প্রকাশ্যে এসেছে। তিন ম্যাচের এই ওডিআই সিরিজের শেষ ম্যাচটি আয়োজিত হবে ৩০ শে জুন। সম্পূর্ণ সূচী এবং ভেন্যু প্রকাশ করা হবে আইপিএল ফাইনালের পরে।

একইসঙ্গে এই সিরিজের সম্প্রচারক কারা হবেন সেই নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। স্টার নেটওয়ার্কের সঙ্গে বিসিসিআইয়ের যে সম্প্রচারের চুক্তি ছিল তা শেষ হয়ে গিয়েছে গত মার্চ মাসে। বিশ্বকাপের আগে ফের নতুন করে চুক্তি করা হবে স্টার নেটওয়ার্ক বা নামিদামি অন্য কোনও সম্প্রচার সংস্থার সাথে। তবে আফগানিস্তান সিরিজের জন্য হয়তো পূর্ণদৈর্ঘ্যের চুক্তিতে না গিয়ে অস্থায়ী একটি চুক্তিতে কোনও সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হবেন জয় শাহ-রা।

তবে বিরাট, রোহিতদের মতো তারকারা বিশ্রামে থাকায় রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়ালদের কাছে এই সিরিজ একটা অত্যন্ত বড় সুযোগ হয়ে উঠবে আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের জাত চেনানোর। রিঙ্কু গোটা মরশুমে কলকাতা নাইট রাইডার্সকে কার্যত একা হাতে টেনেছেন। তার হিসেব কষে ব্যাটিং করা দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন এবং মনে করছেন যদি নিজের এই ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে রাখতে পারেন, তাহলে রিঙ্কু ভারতীয় ক্রিকেটে একজন সুদক্ষ ফিনিশারের অভাব পূরণ করতে পারবেন।

rinku rana

অপরদিকে আফগানিস্তানের বিরুদ্ধে এই সিরিজে ক্রিকেটপ্রেমীদের যশস্বী-শুভমান ওপেনিং জুটিকে প্রথমবারের জন্য সামনে থেকে দেখার শখ মিটতে পারে। আইপিএলে এই মুহূর্তে শুভমান মহাজাগতিক ফর্মে রয়েছেন। আর ছিটকে যাওয়ার আগে রাজস্থানের জার্সিতে যশস্বীও একই রকম অসাধারণ ফর্মে ছিলেন। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হয়ে উঠতে পারে এই ওপেনিং জুটি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর