বাংলা হান্ট নিউজ ডেস্কঃ গতকাল উত্তরপ্রদেশের টি-টোয়েন্টি লিগের প্রথম সংস্করণের দ্বিতীয় ম্যাচে ফের গোটা ক্রিকেট বিশ্বের নজর কেড়েছেন রিঙ্কু সিং (Rinku Singh)। কাশি রুদ্রাস এবং মিরাট ম্যাভেরিক্সের মধ্যে আয়োজিত ম্যাচে তিনি এমন একটি কান্ড করেছেন যা গত আইপিএলে তাকে বারবার করতে দেখা গিয়েছিল। তিনি যে যুবরাজ সিং বা মহেন্দ্র সিংহ ধোনির উত্তরসূরী হয়ে ওঠার ক্ষমতা রাখেন সেই প্রমাণ আরও একবার দিয়ে দিয়েছেন তিনি।
রিঙ্কু সিং এইদিন মিরাটের দলটির হয়ে মাঠে নেমেছিলেন। তার দল প্রথম ইনিংসে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয়েছিল। কিন্তু সেই রান জয়ের জন্য যথেষ্ট ছিল না। রান তাড়া করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে কাশির রান সংখ্যাও দাঁড়ায় ১৮১। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
এরপর সেই সুপার ওভার কাশি ১৬ রান করে ৬ বলে। কিন্তু রিঙ্কুকে আটকানোর জন্য সেটা যথেষ্ট ছিল না। পরপর তিন বলে তিনটি ছক্কা মেরে সুপার ওভারে নায়ক হয়ে ম্যাচ জিতিয়ে দেন সদ্য ভারতীয় দলে অভিষেক ঘটানো কেকেআর তারকা। তার এই ইনিংসটি মনে করিয়ে দিয়েছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে তার পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে অবিশ্বাস্য ভাবে ম্যাচ জেতানোর কথা।
Palak na jhapke 😴 nahin toh miss hojayenge #RinkuSingh 🔥 ke zabardast 6⃣6⃣6⃣#AbMachegaBawaal #JioUPT20 #UPT20onJioCinema pic.twitter.com/vrZuMqPn9D
— JioCinema (@JioCinema) August 31, 2023
কিছুদিন আগে ভারতের জার্সিতে তিনি খেলেছিলেন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। নিজের অভিষেক ইনিংসেই ৩৮ রানের একটি লড়াকু ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছিলেন তিনি। চীনের মাটিতে আয়োজিত হতে চলা আসন্ন এশিয়ান গেমসের দলে তিনি রয়েছেন। সেখানে তার ওপর গুরুদায়িত্ব থাকবে ভারতকে সোনা জেতানোর।
তবে অনেকের মতে এশিয়ান গেমসের মতো টুর্নামেন্টে নয়, ফর্মে থাকা রিঙ্কুকে এশিয়া কাপ এবং ভারতের বিশ্বকাপের স্কোয়াডে সামিল করা উচিত ছিল। ভারতীয় দল ওডিআই ফরম্যাট একজন ভালো ফিনিশানের অভাবে ভুগছে। রিঙ্কু দলে থাকলে সেই সমস্যার সমাধান হতে পারে বলে মনে করছেন অনেকেই।