বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের এখন আস্থাভাজন এক নাম রিঙ্কু সিং। আইপিএলের কেকেআরের হয়ে অসাধারণ ম্যাচ খেলে সবার নজরে পড়ে গেছেন তিনি। কেকেআরে পরপর ২টি সিজনে দুর্দান্ত পারফামেন্সে করার পর রিঙ্কু সিং সুযোগ পান ভারতীয় টি-২০ ও একদিনের দলে। বেশ পরিশ্রম করে উঠে আসা উত্তরপ্রদেশের এই তরুণ ক্রিকেটার অল্প সময়ের মধ্যেই জায়গা করে নিয়েছেন সবার মনে।
একাধিক জেতা ম্যাচে তিনি দক্ষতার সাথে নিজের দাপট দেখিয়েছেন। মনে করা হচ্ছে তরুণ এই ক্রিকেটার খুব তাড়াতাড়ি সুযোগ পেতে পারেন ভারতীয় টেস্ট দলে। সম্প্রতি সমাজ মাধ্যমে রিঙ্কু সিং এর বাবার একটি ভিডিও বেশ ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায় এখনও বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহের কাজ করেন রিঙ্কু সিংয়ের বাবা খনচন্দ সিং।
আরোও পড়ুন : আর মাত্র ৩ দিন! পরীক্ষা শুরু কলকাতা মেট্রোর ৩টি লাইনে, প্রকাশ্যে এল চাকা গড়ানোর দিনক্ষণ
দেখা যায় খনচন্দ সিং একটি ছোট্ট ট্রাকে এলপিজি গ্যাস সিলিন্ডার তুলছেন। এমনকি ভারতের এই তারকা ক্রিকেটারের পরিবার এখনও বসবাস করে একটি ভাঙা বাড়িতে। কলকাতা নাইট রাইডার্স ও ভারতের জাতীয় ক্রিকেট দলে খেলার পরেও কেন বাবাকে এত কষ্ট করে কাজ করতে হচ্ছে তা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। অনেকেই এই ঘটনায় হতভম্ব হয়ে যান। তবে এবার বাবার জন্য বড় উপহার দিতে চলেছেন রিঙ্কু সিং।
উত্তরপ্রদেশের লখনউয়ের ইন্দিরা গান্ধি প্রতিষ্ঠান থেকে রিঙ্কু পুরস্কার হিসেবে পেয়েছেন ৩ কোটি টাকা তাঁর ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সের জন্য। রিঙ্কু জানিয়েছেন সেই টাকা দিয়ে তিনি বাবাকে কিনে দেবেন গাড়ি। পাশাপাশি ৫৫ লক্ষ টাকা দিয়ে দুস্থ ক্রিকেটারদের জন্য অ্যাকাডেমি ও থাকার জায়গার ব্যবস্থা করে দিচ্ছেন তরুণ এই ক্রিকেটার।