IPL 2023-এর আগে চমক! KKR-এর অধিনায়ক হচ্ছেন রিঙ্কু সিং

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পিঠের চোটের কারণে ভারতীয় দল (Team India) থেকে ছিটকে গিয়েছেন তারকা মিডল অর্ডার ব্যাটার শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। শোনা যাচ্ছে যে তার পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও তিন-চার মাস সময় লাগবে। এই সময় আয়োজিত হবে আইপিএলও (IPL 2023)। অর্থাৎ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (KKR) তাদের অধিনায়ককে পাবেন না। এই খবর পাওয়ার পর খুবই ভেঙে পড়েছেন নাইট ভক্তরা।

গত মরশুমে কলকাতা নাইট রাইডার্স শিবিরের যোগ দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। দলে আর কোনও তারকা ভারতীয় ক্রিকেটার না থাকায় খুব স্বাভাবিকভাবেই আগে আইপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকা শ্রেয়সের হাতেই অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছিল নাইট রাইডার্স। কিন্তু অধিনায়ক হিসেবে প্রথম মরশুমটা ভালো কাটেনি শ্রেয়সের। কেকেআর গতবারের আইপিএলে ৭ নম্বরে নিজেদের অভিযান শেষ করেছিল।

   

কিন্তু এবার শ্রেয়স আর থাকছেন না। তার জায়গায় নতুন অধিনায়ক কে হবেন সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কেকেআর দলে রয়েছেন টিম সাউদি, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেলের মতো অভিজ্ঞ তারকারা। কিন্তু কোনও বিদেশি তারকার বদলে কোনও স্বদেশী তারকাকেই এই দায়িত্ব দিতে পারলে টিম কম্বিনেশন গড়ায় সুবিধা হবে। আর সেই দায়িত্ব এবার দেওয়া হতে পারে রিঙ্কু সিং-কে।

গত মরশুমে বেগুনি জার্সিতে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন রিঙ্কু। আশা করা যায় আসন্ন মৌসুমেও তিনি নিয়মিত সুযোগ পাবেন দলে। কিন্তু তাকে অধিনায়ক করবে নাইট রাইডার্স এই ধারণা কোথা থেকে পাওয়া গেল? ব্যাপারটা হচ্ছে যে নাইট রাইডার্স সোশ্যাল মিডিয়া পেজ থেকেই এই ইঙ্গিত দেওয়া হয়েছে। তার অনুশীলন করার একটি ভিডিওর নীচে নাইট রাইডার্স নিজে সোশ্যাল মিডিয়া পেজ থেকেই কমেন্ট করা হয়েছে যে তিনিই তাদের অধিনায়ক।

kkr comments

নাইট রাইডার্স স্কোয়াড: নীতীশ রানা, রাহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারায়ন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকুল রায়, রিঙ্কু সিং, নারায়ণ জগদেশ্বর, সুয়শ শর্মা, ডেভিড ওয়েইস, কুলওয়ান্ত কেজরোলিয়া, মনদীপ সিং, লিটন দাস, সাকিব আল হাসান

ad2
Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর